OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

খুব অসুস্থ পদ্ম, ধরা পড়েছে দুটি ভাইরাস, ছেলেকে নিয়ে কলকাতায় পরীমণি

এভারকেয়ার হাসপাতালে টানা সাত দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কোলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুটো ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই।
12:28 PM Jan 18, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় চর্চিত নায়িকা পরীমণি। নববর্ষের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর ছেলে-সহ তাঁর পরিবারের ৫ সদস্য। অভিনেত্রী নিজেই জানান যে, রাস্তায় ছেলের জন্যে ফল কিনেছিলেন তিনি, সেটা তাঁর ছেলে এবং পরিবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ঢাকায় এসে তৎক্ষণাৎ তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। ছেলের জন্যে তিনিও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা যায়, ফলে বিষ ছিল। কিন্তু ঢাকার হাসপাতালে থেকেও লাভ হল না। তাই ছেলেকে নিয়ে কলকাতায় এসেছেন নায়িকা। তবে গত কয়েক দিনে তাঁর পরিবারের আরও সবাই সুস্থ হলেও, পরীর ছেলে পদ্মর শরীর মোটেও ভাল নেই।

খবর অনুযায়ী, পদ্মের শরীরে দু’ধরনের ভাইরাস ধরা পড়েছে। সেই কারণেই পদ্মকে নিয়ে বুধবার রাতে কলকাতায় এসেছেন অভিনেত্রী। এদিন পরীমণির ছেলের অসুস্থতার কথা জানিয়ে পরিচালক চয়নিকা চৌধুরী ফেসবুকে লেখেন, ‘এভারকেয়ার হাসপাতালে টানা সাত দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কোলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুটো ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মের জন্যে, পরীর জন্যে দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে।পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। ইন্ডিয়ান ভিসা থাকলে সত্যি তোমার আর পদ্মের পথের সাথী হতাম, আমাকে বলতে হত না।"

বর্তমানে ছেলেকে নিয়েই তাঁর এক চিলতে সংসার। পঞ্চম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাও অনেকদিন। এক ছাদের তলায় থাকেনা তাঁরা, তবে এখনও আইনত তাঁদের ডিভোর্স হয়েছে কিনা, তা জানা যায়নি। ২০২৩ সালে অভিনেতা শরিফুল রাজের ঘর ছেড়েছেন পরীমণি। ২০২২ সালে জানুয়ারিতে বিয়ে করেছিলেন তাঁরা, একই বছরের অগস্টে ছেলে রাজ্যের জন্ম দেন অভিনেত্রী। এরপর থেকেই ছেলেই তাঁর প্রাণ। শরিফুল রাজের সঙ্গেও তাঁর ভালই সংসার চলছিল কিন্তু একসময় রাজের সঙ্গে অভিনেত্রীর ঝগড়া, বিবাদ, চরমে পৌঁছয়। বিশেষ করে রাজের ফেসবুক থেকে তাঁর বান্ধবীদের আপত্তিকর ভিডিও ছড়িয়ে যাওয়ার পরেই ঘর স্বামীর ঘর ছাড়েন অভিনেত্রী, বর্তমানে তাঁর কাছের নানা সেও প্রয়াত। গত বছরেই মারা গিয়েছেন তিনি। সব মিলিয়ে ছেলেকে নিয়েই তাঁর এক টুকরো পৃথিবী। সেই ছেলেই অসুস্থ তাঁর। রবিবার অভিনেত্রী নিজেই ছেলের অসুস্থতার কথা তাঁর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন।

সঙ্গে ক্যাপশনে লেখেন, "শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া,ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক সহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে। সবাই মোটামুটি রিকভার করলেও পুন্য এখনো হসপিটালাইজড! নানু বাড়ি থেকে ভীষন রকম গুড এনার্জী নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করবো ভাবছিলাম। গতকাল আমার ওয়েব ফিল্ম কাগজের বৌ এর প্রেস মিট ও প্রিমিয়ার ছিলো এফডিসিতে। থাকতে পারিনি। স্বাভাবিক ভাবেই মন খারাপ হচ্ছিল খুব। কিন্তু সকাল থেকে অনেক সাংবাদিক ভাই বন্ধু মেসেজে,ফোনে কাগজের বৌ এর প্রশংসা করলেন! আমার, তায়েব ভাই, ইমন এর নতুন কেমেস্ট্রি আর অভিনয় এর ভালোলাগা প্রকাশ করলেন! আমার পরিচালক চয়নিকা চৌধুরী মেসেজে লিখলেন” কি যে সুন্দর ছবি বানিয়েছি নিজেরই তো বিশ্বাস হচ্ছে না!" আমার বেশ আনন্দ হচ্ছে এসবে। সবাই কে অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন সবাই।" (পোস্টের লেখা অপরিবর্তনীয়)

Tags :
Porimoni
Next Article