OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

'সবার কাছে জনপ্রিয়, কিন্তু মাই জানে না আমি কী কাজ করি': পঙ্কজ ত্রিপাঠী

আমি শিল্পে অবদানের জন্য আমার সিনিয়রদের সরকার কর্তৃক সম্মানিত হতে দেখেছি। আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছিলাম তখন আশিস বিদ্যার্থী এটি জিতেছিলেন, যা তখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল।
05:25 PM Jan 15, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম পঙ্কজ ত্রিপাঠী। গতবছর 'মিমি' চলচ্চিত্রের জন্যে জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা 'অটল হু ম্যায়'। ছবিতে তিনবারের বেশি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। আর ছবি প্রচারের কাজে ব্যস্ত থাকার জন্যই দিন কয়েক আগে নির্বাচন কমিশনের জাতীয় আইকনের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।

বিহারের খুব ছোট শহর থেকে উঠে এসেছেন অভিনেতা। অভিনেতার স্বীকারোক্তি, কলেজে ছাত্র ইউনিয়নে সামিল থাকতেন অভিনেতা। কিন্তু একবার এমন পুলিশের মার খেয়েছেন যে, চিরকালের মতো ভুলে গেছেন রাজনীতির কথা। এরপর ধীরে ধীরে থিয়েটারে অভিনয়ের মাধ্যমেই কেরিয়ার শুরু তাঁর। অভিনেতা খুব একটা প্রচার বা সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন। কিন্তু তাঁর মতো প্রতিভাবান অভিনেতা বলিউডে খুব কমই আছে। গতবছরেই মারা গিয়েছেন অভিনেতার বাবা। বাবার মৃত্যুর কথা জানা মাত্রই অভিনেতা শুটিং ছেড়ে গ্রামে চলে যান। সেখানে বাবার স্মৃতির উদ্দেশ্যে তাঁর ছোটবেলার স্কুলে একটি লাইব্রেরিও প্রতিস্থাপন করেছেন তিনি। কিন্তু জানেন কী, অভিনেতার মা তাঁর পেশা কী তা জানেন না!

ইন্ডিয়া টুডে-এর সঙ্গে কথা বলার সময়, অভিনেতা জাতীয় পুরস্কার পাওয়ার বিষয়ে বলেন, 'আমি শিল্পে অবদানের জন্য আমার সিনিয়রদের সরকার কর্তৃক সম্মানিত হতে দেখেছি। আমি যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ছিলাম তখন আশিস বিদ্যার্থী এটি জিতেছিলেন, যা তখন টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল। এছাড়াও, মনোজ ভাইয়া (মনোজ বাজপেয়ী) এটি জিতেছিলেন 'পিঞ্জর' এবং আমরা বুঝতে পেরেছিলাম যে এটি একটি বড় কীর্তি। তখনই আমিও আশা করিনি যে আমিও কখনও এই সম্মানের জন্যে যথেষ্ঠ। কিন্তু এবার এই সম্মান পেয়ে সত্যিই আমার বলার ভাষা নেই। এটি আপনার দেশের সম্মান।' পঙ্কজ ত্রিপাঠীকে পরবর্তীতে দেখা যাবে 'ম্যায় অটল হুঁ'-তে। ছবিটি ১৯ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে।

Tags :
pankaj tripathi
Next Article