For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন পার্থ ভৌমিক

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তোলেন যে রাজ্যের আরেক মন্ত্রী পার্থ ভৌমিকও এই দুর্নীতিতে যুক্ত। আর সেই সূত্রেই আইনি নোটিস।
10:45 AM Apr 12, 2024 IST | Koushik Dey Sarkar
শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠালেন পার্থ ভৌমিক
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের(Darjeeling Hill) উন্নয়ন ও স্বায়ত্তশাসনের জন্য তৈরি হওয়া Gorkhaland Territorial Administration বা GTA ২০১৯ সালের জানুয়ারি মাসে শিক্ষক নিয়োগের(School Teacher Recruitment Scam) পালা শুরু করেছিল। তার জেরে অভিযোগ ওঠে যে School Service Commission বা SSC’র পরীক্ষা ছাড়াই পাহাড়ের কয়েকশো প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং ও উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজার জনেরও বেশি প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালর সেই মামলায় CID তদন্তের নির্দেশ দেয়। কিন্তু CID তদন্তে বিশেষ অগ্রগতি না হওয়ায় গত মঙ্গলবারই ওই মামলায় CBI তদন্তের দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। ১৫ দিনের মধ্যে CBI-কে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। একই সঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছিল আদালত। এবার ওই একই মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়-সহ ৮জনের নামে FIR করেছে রাজ্য পুলিশ। ঘটনাচক্রে সেই বিষয়ে বলতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) অভিযোগ তোলেন যে রাজ্যের আরেক মন্ত্রী পার্থ ভৌমিকও(Partha Bhowmick) এই দুর্নীতিতে যুক্ত। আর সেই সূত্রেই এবার শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন পার্থ ভৌমিক।

Advertisement

জানা গিয়েছে, পুলিশের FIR-এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও নাম রয়েছে তৃণমূলের ছাত্র সংগঠন TMCP’র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী, পাহাড়ের কংগ্রেস নেতা বিনয় তামাং, হাবড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর বুবাই বোস, রাজ্যের স্কুল শিক্ষা দফতরের DI প্রাণগোবিন্দ সরকার এবং দেবলীনা দাসের। প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ওই মামলা নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। কেন? 

Advertisement

গতকাল বুধবারই জিটিএ-তে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী দাবি করেন,  দুর্নীতিতে পার্থ ভৌমিকও জড়িত। যদিও বাস্তব ঘটনা হল, যে সময়ে এই দুর্নীতির ঘটনা ঘটেছে তখন পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী ছিলেন না। তিনি ছিলেন নৈহাটির বিধায়ক ও পুরপ্রধান। তাই কিসের ভিত্তিতে শুভেন্দু এই অভিযোগ করেছেন তা কারও কাছেই স্পষ্ট নয়। এবার তাই পার্থ ভৌমিক শুভেন্দুকে আইনি নোটিস পাঠালেন তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে। উত্তর না পেলে তিনি বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকবেন বলে জানিয়েছেন। 

Advertisement
Tags :
Advertisement