OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কিউইদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নেতৃত্বে মিচেল মার্শ

11:59 AM Feb 06, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স দলে থাকা সত্বেও তরুণ খেলোয়াড় মিচেল মার্শের উপরেই আস্থা রাখলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে অধিনায়কের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে মার্শের কাঁধে। উল্লেখ্য, এর আগে গত বছরের অগস্ট-সেপ্টেম্বরে হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। কিউইদের বিরুদ্ধে দলে ফেরানো হয়েছে একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথ ও মিচেল স্টার্ককে।

আগামী ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে দল গঠন করার আগে খেলোয়াড়দের পারফরম্যান্স পরখ করে নিতে চাইছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। তাই ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের ছয়টি ম্যাচের দিকে তীক্ষ নজর রাখছেন তাঁরা। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির কথায়, ‘টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড গড়ার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬টি ম্যাচ এবং আইপিএলে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হবে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত অজি স্কোয়াডে কারা-কারা ঠাঁই পেলেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

মিচেল মার্শ (অধিনায়ক), প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

 

Tags :
Australia Squad Against New Zealandmitchell marsh
Next Article