OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মেট্রোর কাজের জন্য কৈখালির কাছে ফুটপাতে ধস, আতঙ্কিত বাসিন্দারা

নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের কাজের দরুণ কৈখালি এলাকায় সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে।
01:37 PM Dec 09, 2023 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) কাজের জন্য মধ্য কলকাতার(Kolkata) বউবাজার(Bowbazaar) এলাকায় দফায় দফায় বাড়ি ধস নামা ও তার জেরে একাধিক বাড়ি ভেঙে, বহু মানুষের গৃহহীণ হয়ে পড়ার ঘটনা এখনও ফিকে হয়ে যায়নি। কিন্তু সেই আতঙ্কই আবারও ফিরে এল কলকাতা বিমানবন্দর(Kolkata Airport) লাগোয়া কৈখালি(Kaikhali) এলাকায়। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের(New Garia to Airport Metro Rail Project)  যে কাজ চলছে সেই কাজের দরুণ কৈখালি এলাকায় মূল ভিআইপি রোডের(VIP Road) পাশে থাকা সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিক ভাবে ধস নেমেছে। যেদিকে ফুটপাতে ধস নেমেছে, তার পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেন স্কুল আছে। এই আবহে স্থানীয় বাসিন্দারা এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন।

জানা গিয়েছে, কিন্ডারগার্টেন স্কুলের প্রধান ফটকের সামনের ফুটপাতে ধসের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই গেট ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এদিকে যে আবাসনটি সেখানে আছে, তার গেটের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে এই ধসের জেরে। দাবি করা হচ্ছে, মেট্রোর কাজের জন্যে যে খোঁড়াখুঁড়ির কাজ চলছে, তার জেরেই এই ধস নেমেছে। ভিআইপি রোডের ওপর কৈখালিতে মেট্রোর একটি স্টেশন হওয়ার কথা। সেই মতোই স্টেশন তৈরির কাজ চলছে। সার্ভিস রোডে সেই স্টেশনের কাজ চলছে। ইতিমধ্যেই স্টেশনের জন্যে স্তম্ভ বসানোর কাজ হয়ে গিয়েছে।

বর্তমানে সার্ভিস রোড খুঁড়ে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছে। এদিকে সেই সার্ভিস রোডের পাশেই বেশ কয়েকটি আবাসন, দোকানপাট, অফিস, ব্যাঙ্ক, গাড়ির শোরুম, ক্যাফে, ছোটদের স্কুল রয়েছে। এই আবহে ফুটপাতে ধস নামায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অবশ্য, মেট্রোর ইঞ্জিনিয়াররা অভয় প্রদান করছেন। ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Tags :
BowbazaarEast west metroKaikhaliKolkataKolkata airportNew Garia to Airport Metro Rail Projectvip road
Next Article