OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

চাই পুরসভা, চাই পূর্ণাঙ্গ থানা, গলা তুলছে আমোদপুর

এলাকাবাসীর এখন একটাই দাবি, আমোদপুরকে পুরসভা করা হোক। সেই সঙ্গে আমোদপুর ফঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হোক। নাহলে বয়কট ভোট।
04:37 PM Mar 28, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: কেষ্টগড়ে কাউকে প্রকাশ্যে চট করে শাসক দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় না। কিন্তু সেই মুখ না খোলার ছবি জেলাজুড়ে বিরাজ করলেও ভিন্ন ছবির দেখা মিলছে জেলারই এক গুরুত্বপূর্ণ প্রায় শহর হয়ে ওঠা এলাকায়। সেই এলাকার নাম আমোদপুর(Ahmedpur)। বীরভূম(Birbhum) জেলার সিউড়ি সদর মহকুমার অধীনে থাকা সাঁইথিয়া ব্লকের মধ্যে রয়েছে এই জনপদ। খুব কম করেও সেই এলাকায় হাজার ২৫ মানুষের বসবাস। সরকারি ভাবে সেই এলাকায় খাতায়কলমে পঞ্চায়েত এলাকা হলেও, এখন তা পুরোদস্তুর শহরের চেহারা নিয়েছে। এলাকাবাসীর এখন একটাই দাবি, আমোদপুরকে পুরসভা(Municipality) করা হোক। সেই সঙ্গে আমোদপুর ফঁড়িকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হোক। নাহলে বয়কট ভোট(Vote Boycott)। আর তাতেই হিসাব গুলিয়েছে তৃণমূল থেকে বিজেপির, সিপিএম থেকে কংগ্রেসের।

আমোদপুরের ওপর দিয়ে চলে গিয়েছে বর্ধমান-বোলপুর-রামপুরহাট লাইন। আবার আমোদপুর থেকে রয়েছে কাটোয়া যাওয়ার পৃথক লাইন। সব মিলিয়ে রেল জংশন হওয়ার পাশাপাশি জেলার অন্যতম ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে এই শহর। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি, আমোদপুরকে পুরসভা হিসাবে গড়ে তোলা হোক। কিন্তু সেই দাবি পূরণ করেনি শাসক দল। তবে দাবি পূরণের আশ্বাস দিয়েছে বিজেপি। উনিশের ভোটেও দিয়েছিল, একুশের ভোটেও দিয়েছিল, ২৪’র ভোটেও দিচ্ছে। যদিও আমোদপুরের মানুষ এটা বিলক্ষণ জানেন, একমাত্র রাজ্য সরকারই পারে কোনও এলাকাকে পুরসভা হিসাবে ঘোষণা করতে। তাই বিজেপি যতই প্রতিশুতি দিক না কেন, সেই দাবি পূরণের ক্ষমতা যে পদ্ম শিবিরের পূরণ করার সাধ্যের বাইরে সেটাও তাঁরা বিলক্ষণ জানেন। আর তাই আমোদপুরের মানুষ এবার লোকসভা নির্বাচন বয়কট করার পথে হাঁটা দিয়েছেন।

আমোদপুর সিউড়ি সদর মহকুমা বা সাঁইথিয়া ব্লকের মধ্যে পড়লেও নির্বাচনী ক্ষেত্র হিসেবে তা রয়েছে লাভপুর বিধানসভা ও বোলপুর লোকসভার মধ্যে। এখন লোকসভা নির্বাচনের প্রচারে নেমে রাজনৈতিক দলের প্রার্থীরা আমোদপুরে এসে ভোট চাইলেই তাঁদের মুখের ওপর জানিয়ে দেওয়া হচ্ছে, ‘পুরসভা দিন, ভোট নিন, পূর্ণাঙ্গ থানা দিন, আমাদের সমর্থন নিন’। কিন্তু এখন এই নিয়ে কোনও প্রার্থীই কিছু মুখ ফুটে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। আমোদপুরবাসীর দাবি, যদি ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িকে পৃথক মহকুমা হিসাবে গড়ে তোলার কথা ঘোষণা করতে পারেন, তাহলে আমোদপুরকে কেন পুরসভা হিসাবে ঘোষণা করতে পারবেন না।

Tags :
AhmedpurBirbhumMunicipalityVote Boycott
Next Article