OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ করা হল প্লাস্টিক: ফিরহাদ হাকিম

09:55 PM Dec 29, 2023 IST | Subrata Roy

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ করা হল প্লাস্টিক। কোনো রকমের প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে।সামনেই গঙ্গাসাগর মেলা(Gangasagar Fair)। মেলার জন্য প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পৌর সংস্থা। শুক্রবার মেয়র ফিরহাদ হাকিমের(Mayor Firhad Hakim) নেতৃত্বে পৌর প্রশাসনের একটি বৈঠক হয় কলকাতা পৌর সংস্থার কনফারেন্স রুমে। বৈঠকে হাজির ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার , পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রসাদ মণ্ডল, বিভাগীয় ডি জি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

বৈঠকে বাবুঘাটে(Babughat) গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয় । বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম জানান , আমাদের যেহুতু প্রিন্সপ ঘাট তাই আমাদের দায়িত্বে থাকে। সেখানে ব্যবস্থাপনা কি কি হবে। সিসিটিভি কত বসবে?বাস কত থাকবে? রাস্তা খারাপ রয়েছে সেটা কি ভাবে ঠিক করা হবে। গঙ্গাসাগর যারা যাবেন তাদের জন্য ব্যবস্থা কি থাকবে। এছাড়া জিনিসপত্র যাচাই কি ভাবে হবে। পি এইচ ই দেখবে প্যান্ডেল , পুলিশ নিরাপত্তা দেখবে, পরিবহন দফতর বাস দেখবে। স্বাস্থ্য এবং টয়লেট সহ জঞ্জাল অপসারণ কাজ কলকাতা পৌর সংস্থা দেখবে। গঙ্গাসাগর মেলায় কোভিড টেস্টিং ব্যাবস্থা রাখা হবে। যদি কেউ পজিটিভ হয়, তাহলে তাদেরকে বেলিয়াঘটা হাসপাতালে(Beliaghata Hospital) পাঠিয়ে দেওয়া হবে। আমরা সম্পূর্ন ভাবে প্রস্তুত আছি। করোনা কোনো দিন যায়নি। তাদের আগেও করোনা ছিল এখনও করোনা আছে। তার জন্য যদি কারোর জ্বর কাশি বা কোনো শারীরিক অসুস্থতা হলে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।

এদিন তিনি জানান যে, কলকাতা পৌরসংস্থায় বায়োমেট্রিক হাজিরা চালু হচ্ছে। সবাই কাজ করছে। কিন্তু আরো যাতে সঠিক ভাবে হাজিরা হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান মেয়র। এদিন তিনি জানান যে যদি কেউ যেখানে সেখানে খাবার ফেলে তাদেরকে নোটিস করে মিউনিসিপ্যাল কোর্টে নিয়ে আসা হবে । অনেক জায়গা মোটর কানেকশন করে জল টানছে সেটা একেবারে বেআইনি বলে জানান মেয়র।মেয়র বলেন,আমরা জিতে এসে মানুষকে সেবা দিচ্ছি। পার্টি যা চাইবে সেটাই হবে। আমি সুবলের সঙ্গে কথা বলেছি তাকে পদত্যাগ করতে বলেছি।উদয়ন গুহ কি বলেছেন আমি জানি না। কিন্তু হিংসার কোনো জায়গায় নয়। আমি মনে করি উদয়ন গুহ প্রবীণ নেতা তিনি এই ধরনের কথা বলতে পারেন না। উদয়ন গুহর বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মন্তব্য মেয়রের।

ব্যাটারি চালিত ট্রান্সপোর্ট শুধু একমাত্র সমস্যার সমাধান হবে। কলকাতা পৌরসভার মেয়রের মন্তব্য,আমি পরিবহন মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছিলাম। তাই পরিবেশের সঙ্গে কোনো রকম আপস করা যায় না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।গঙ্গাসাগর মেলায় নিষিদ্ধ করা হল প্লাস্টিক। কোনো রকমের প্লাস্টিক(Plastic) নিয়ে যাওয়া যাবে না বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী প্লাস্টিক বর্জন করার আবেদন জানানো হয়েছে বলে জানান মেয়র।

Tags :
Mayor Firhad HakimPlastic No Entery at Gangasagar Mela
Next Article