For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ শেখ হাসিনার

10:41 AM Mar 01, 2024 IST | Sundeep
ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ শেখ হাসিনার
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে আহতদের উপযুক্ত চিকি‍ৎসার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement

উল্লেখ্য,বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে বহুতল ভবনের বিভিন্ন তলায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছেন অন্ততপক্ষে ৪৩ জন। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকি‍ৎসাধীন আরও ২২ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রায় দুঘন্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটির নিচে থাকা চায়ের দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ভবনটির সিঁড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। ফলে সেগুলিতেও বিস্ফোরণ ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ভবনটির বিভিন্ন তলে। সিঁড়ি সরু হওয়ায় অনেকেই প্রাণ নিয়ে পালানোর সময় পাননি। বাংলাদেশ সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের বলেন, ‘ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি। তবে শর্টসার্কিট না গ্যাসের কারণে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। ধ্বংসস্তুপ থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।’

Advertisement
Tags :
Advertisement