OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পান্নু হত্যার ষড়যন্ত্র নিয়ে নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী

12:17 PM Dec 20, 2023 IST | Srijita Mallick
courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ  খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নুকে নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নু নামে এক মার্কিন-কানাডিয়ান নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন,’ যদি কেউ  আমাদের গুরপতবন্ত সিং পান্নুর হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ভারতীয় নাগরিক যুক্ত  আছে এমন  কোনও তথ্য দেয় তবে আমরা অবশ্যই খতিয়ে দেখব ।‘ শুধু তাই নয়, যদি আমাদের কোনও নাগরিক অপরাধ  করে থাকে তবে আমরা তা খতিয়ে দেখতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মোদি জোর দিয়ে বলেন, কয়েকটি ঘটনা বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে সম্পর্ককে বিঘ্নিত করতে পারে না।উল্লেখ্য, শুধু প্রধানমন্ত্রী নয়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার  বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যতা খুঁটিয়ে দেখা হবে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। তদন্ত করা হবে।

প্রসঙ্গত  মার্কিন ফেডারেল প্রসিকিউটররা নভেম্বর মাসে দাবি করেছে  খালিস্তানি জঙ্গি  গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের ঘটনায়  ভারতীয় নাগরিক নিখিল গুপ্তা যুক্ত। এই ঘটনার পর চেক প্রজাতন্ত্রের বিচার মন্ত্রণালয় নিখিল গুপ্তাকে গ্রেপ্তার ও অস্থায়ী হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চেক বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্লাদিমির রেপকা বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে গুপ্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই খালিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন  অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার পরিবার। চেক প্রজাতন্ত্রের কারাগার থেকে মুক্তি পেতে ভারত সরকারের হস্তক্ষেপের দাবি করেছে নিখিল গুপ্তের পরিবার।

Tags :
indiaIndia-US RelationIndian PM Narendra ModiJoe bidenUnited States
Next Article