For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

৫ বছর বাদে ৮ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

06:48 PM Jul 04, 2024 IST | Sundeep
৫ বছর বাদে ৮ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন মোদি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তৃতীয়বার ক্ষমতায় ফেরার পরে ফের বিদেশ ভ্রমণে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই জি-৭ সম্মেলনে যোগ দিতে উড়ে গিয়েছিলেন ইতালিতে। আর এবার যাচ্ছেন রাশিয়া সফরে। শুধু রাশিয়াতেই নন, এবারের সফরে অস্ট্রিয়াতেও যাচ্ছেন মোদি।

Advertisement

আগামী ৮-৯ জুলাই মস্কোয় বসতে চলেছে ইন্দো-রুশ বার্ষিক সহযোগিতা সম্মেলন। ওই সম্মেলনে অংশ নিতেই পাঁচ বছর বাদে রাশিয়ায় পা রাখছেন মোদি। সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও উপস্থিত থাকবেন। মূলত দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য সহযোগিতা নিয়েই সম্মেলনে আলোচনা হবে। ২০২১ সালের ৬ ডিসেম্বর ২১তম সম্মেলন বসেছিল নয়াদিল্লিতে। ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উল্লেখ্য, পাঁচ বছর বাদে ফের রাশিয়ার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে শেষ বার রাশিয়ায় গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী।

Advertisement

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রুশ সফর শেষে অস্ট্রিয়ায় যাবেন মোদি। দীর্ঘ ৪১ বছর বাদে ভারতের কোনও প্রধানমন্ত্রী দেশটিতে পা রাখছেন। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি অস্ট্রিয়া সফরে গিয়েছিলেন।

Advertisement
Tags :
Advertisement