OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

এন্টালিতে মধ্যরাতে আক্রান্ত পুলিশ, রবি সকালে গ্রেফতার ৩

কর্তব্যরত পুলিশ আধিকারিককে মারধর করার ঘটনায় এন্টালি থানার পুলিশ গ্রেফতার করল ৩জনকে। এদিন তাদের তোলা হবে আদালতে।
12:09 PM Jan 14, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শীতের রাতে বহুতলের ছাদে চলছিল জন্মদিনের পার্টি(Birthday Party)। সেই সঙ্গে যাবতীয় নিয়মকানুনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রাত ১টা পর্যন্ত তীব্রস্বরে বাজছিল ডিজে বক্স(DJ Box)। তার জেরেই প্রতিবাদ করেছিলেন প্রতিবেশীরা। তাতে লাভ হয়নি বিশেষ। বরঞ্চ ধেয়ে এসেছে গালিগালাজ, হুমকিধমকি। তার জেরেই খবর গিয়েছিল স্থানীয় থানায়। খবরের সত্যতা যাচাই করে এসেছিল পুলিশও। কিন্তু তাঁদের নিষেধ কানে তোলা তো দূরের কথা উল্টে ঘাড়ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়। রাতে সেই ঘটনা নিয়ে পুলিশ বড় কোনও পদক্ষেপ না করলেও রবি সকালেই তাঁরা এই ঘটনায় গ্রেফতার(Arrest) করল ৩জনকে। এদিন দুপুরেই তাদের আদালতে তুলতে চলেছে পুলিশ। ঘটনাস্থল মধ্য কলকাতার(Kolkata) এন্টালি থানার(Entally PS) আনন্দ পালিত রোড এলাকা। ধৃতরা হল প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার।  

জানা গিয়েছে, প্রভাতের ছেলের জন্মদিন ছিল গতকাল অর্থাৎ শনিবার। সেই উপলক্ষে ৫ তলা বহুতলের ওপরের তলায় পার্টি চলছিল। সঙ্গে ছিল ডিজে বক্স। রাত ১টা পর্যন্ত বক্স বাজছিল প্রভাত সরকারের বাড়িতে। আশপাশের বাসিন্দারা বারবার বলেও কোনও সুরাহা করতে পারেননি। এর পরই ১০০-তে ফোন করে লালবাজারে অভিযোগ করেন তাঁরা। সেই অভিযোগ পাওয়া মাত্র পুলিশের বাইক পেট্রোলিং পার্টি সেখানে আসেন। তাঁদের কথায় কর্ণপাত করেননি প্রভাত ও তাঁর ভাই বাপি। অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিলেন তারা। বাড়ির ভিতরে ঢুকতে পুলিশকে বাধা দেন বলেও দাবি। এর পর থানা থেকে সার্জেন্ট ও অফিসাররা আসেন। অভিযোগ, ডিজে বক্স বন্ধ করার চেষ্টা করতেই উর্দিধারীদের ঘাড়ধাক্কা দেয় তারা। এমনকী, বাসন ও খাবার ছুড়ে মারা হয়। মদ্যপ অবস্থায় হাত তোলা হয় তাঁদের গায়ে। এক সিভিক ভলান্টিয়র ও এক সার্জেনের গায়ে হাত তোলে অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় তাঁদের। তারপরেই এদিন সকালে গ্রেফতারির ঘটনা ঘটে।

Tags :
ArrestBirthday partyDJ BoxEntally PSKolkata
Next Article