For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সংসদ হামলায় মূল চক্রীর সঙ্গে যোগ থাকায় নীলাক্ষের বাড়িতে পুলিশ

04:42 PM Dec 14, 2023 IST | Mainak Das
সংসদ হামলায় মূল চক্রীর সঙ্গে যোগ থাকায় নীলাক্ষের বাড়িতে পুলিশ
Advertisement

নিজস্ব প্রতিনিধি : সংসদ হামলায় মূল চক্রীর সঙ্গে যোগ থাকায় এবার নীলাক্ষ আইচের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। নীলাক্ষের বাড়ি হালিশহরের জেটিয়ায়। সেখানেই বৃহস্পতিবার দুপুরে পৌঁছোল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কয়েকজন পুলিশকর্মী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সংসদ হামলায় অন্যতম মূল অভিযুক্ত ললিত ঝায়ের বন্ধু নীলাক্ষ আইচ। এদিন দুপুর দুটো নাগাদ নীলাক্ষের বাড়িতে পোঁছে যান বারাকপুর কমিশনারেটের কয়েকজন পুলিশ কর্মী। পুলিশকে নীলাক্ষ জানিয়েছে, সমাজসেবা করার সূত্রেই নীলাক্ষের সঙ্গে পরিচয় হয়েছিল ললিতের। জানা গিয়েছে, নীলাক্ষ বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পড়াশোনার ফাঁকে সমাজসেবাও করে সে। একটি এনজিও-এর সঙ্গে যুক্ত নীলাক্ষ। এই সমাজসেবা করার সূত্রেই ললিতের সঙ্গে নীলাক্ষের পরিচয় হয়েছে।পুলিশকে নীলাক্ষ জানিয়েছে, সংসদে হামলার ঘটনার ভিডিও হোয়াটস অ্যাপে তাঁকে পাঠিয়েছিলেন ললিত। নিজের এনজিও-তে যোগ দেওয়ার জন্য ললিতকে অনুরোধ করেছিলেন নীলাক্ষ। ললিত সেই অনুরোধে সাড়াও দিয়েছিলেন। তারপর ললিতের সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন নীলাক্ষ।

Advertisement

এদিন পুলিশ নীলাক্ষের কাছে জানতে চান, ললিতকে তিনি ব্যক্তিগত স্তরে চিনতেন। সেই প্রশ্নের জবাবে নীলাক্ষ সাফ জানিয়ে দেন, একসঙ্গে কাজ করার সুবাদে তিনি ললিতকে ব্যক্তিগত স্তরে চিনতেন।

বুধবার দুপুরে সংসদ হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই পাঁচ জনকে গ্রেফতার করে ললিতের বিষয়ে জানতে পেরেছে দিল্লি পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিছুদিন আগে কলকাতায় কাজে এসেছিলেন ললিত। ললিত নিজেও বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গেও যুক্ত। একটি এনজিও-এর হয়ে কাজ করতে কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন ললিত।

Advertisement
Tags :
Advertisement