OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ভোটের মুখে মুক্তি পাচ্ছে ‘জেএনইউ’ নিয়ে তৈরি সিনেমা, প্রোপাগান্ডার ছবি বলছে নেটা নাগরিকরা

08:00 PM Mar 12, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কট্টর হিন্দুত্ববাদীদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। যা গোটা দেশবাসীর কাছে ‘জেএনইউ’ নামেই পরিচিত। বহুবার চেষ্টা চালিয়েও উদারমনস্ক ও বাস্তবাদীদের হাত থেকে জেএনইউ দখল নিতে পারেনি ধর্মীয় বিষ ছড়ানোর ক্ষেত্রে পারদর্শী গেরুয়া শিবির। এবার লোকসভা ভোটের আগেই সেই ‘জেনএনইউ’ নিয়ে বিশেষ ছবি মুক্তি পাচ্ছে। মঙ্গলবার ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ নামে ছবির পোস্টার প্রকাশ্যে এনেছেন ছবির নায়িকা (তৃতীয় সারির অভিনেত্রী) ঊর্বশী রাউতেলা। আর পোস্টার ঘিরেই দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নেটিজেনরা।

সামনেই লোকসভা নির্বাচন। আর প্রতিবারই ভোটের আগে অশিক্ষিত ও ধর্মান্ধতায় আক্রান্তদের মগজ ধোলাই করতে প্রোপাগান্ডা ছবি নিয়ে হাজির হয় গেরুয়া শিবিরের দালালরা। অতীত ফিরে দেখলে তার প্রমাণ পাওয়া যাবে। বিজেপির কট্টর সমর্থক বিবেক অগ্নিহোত্রী এনেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌‌স’। গত বছর  ‘বিজেপি বান্ধব’ পরিচালক সুদীপ্ত সেন তৈরি করেছিলেন ‘দ্য কেরালা স্টোরি’। এ বছরই মুক্তি পাওয়ার কথা ‘গোধরা’ ছবিটির। ২০০২ সালের গোধরাকাণ্ড কোনও ষড়যন্ত্রের ফল কি না, তা এই ছবিতে তুলে ধরা হয়েছে, দাবি পরিচালক এমকে শিবাক্ষের। তার মধ্যেই ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি’ ছবি মুক্তির খবর প্রকাশ্যে এলো।

ছবিটি পরিচালনা করেছেন বিনয় শর্মা। প্রযোজনা করেছেন প্রতিমা দত্ত। ছবির নিবেদক ‘মহাকাল’ মুভিজ। লোকসভা ভোট শুরুর মুখে ৫ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।  এদিন ছবির পোস্টার নিজের ‘ইনস্টাগ্রামে’ পোস্ট করেছেন ছবির নায়িকা ঊর্বশী রাউতেলা। ওই পোস্টারের সঙ্গে খোলামেলা শরীর দেখিয়ে বহু যুবকের রাতের ঘুম কেড়ে নেওয়া নায়িকা এক পোস্টে লিখেছেন, ‘একটি বিশ্ববিদ্যালয় কী দেশ (জাতি)  ভাঙতে পারে?’ ওই পোস্টের নিচে অনেক নেটা নাগরিক লিখেছেন, ফের ভোটের মুখে প্রোপাগান্ডা ছবি হাজির। এক নেটা নাগরিক লিখেছেন, ‘দেশের সেরা বিশ্ববিদ্যালয়কে কালিমালিপ্ত করার নতুন প্রচেষ্টা। এক রাশ মিথ্যাকে তুলে মানুষের মগজ ধোলাইয়ের নির্লজ্জ প্রচেষ্টা শুরু করেছে ধর্মের নামে দেশে আগুন জ্বালানো গেরুয়া দালালরা।’

Tags :
Poster of new film 'JNU: Jahangir National University'
Next Article