For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

কাবুলিওয়ালার থেকেও এগিয়ে প্রধান, ৫ দিনে দেবের ছবি ঘরে তুলল দেড় কোটি

রবি ঠাকুরের গল্প অবলম্বনে এই সিনেমা দেখা নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শাহরুখের বছরে দু দুটো অ্যাকশন ছবি পাঠান আর জওয়ান দিয়ে ১০০০ কোটির উপর ঘরে তুলেছেন কিং খান। কিন্তু সেই হিসেবে ধারেকাছে নেই ডাঙ্কি।
08:13 PM Dec 27, 2023 IST | Sushmitaa
কাবুলিওয়ালার থেকেও এগিয়ে প্রধান  ৫ দিনে দেবের ছবি ঘরে তুলল দেড় কোটি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: বড়দিনে বড় টক্কর। বড়দিনের আগেই মুক্তি পেয়েছিল শাহরুখের ডানকি এবং প্রভাসের সালার। দুই সুপারস্টারের ছবি মুক্তি পাওয়ার ফলে বাংলার নির্মাতাদের ভয়ে ছিলেন বৈকি! কারণ হিন্দি সিনেমা বেশি প্রেক্ষাগৃহগুলিকে আকৃষ্ট করে, তাই স্বাভাবিকভাবেই বাংলা সিনেমা কম হল পাবে। বড়দিনের আগেই মুক্তি পেয়েছে দেবের প্রধান এবং মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা। দুটি ছবি নিয়েই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে কলকাতার বেশিরভাগ হল দখলে রেখেছে শাহরুখ খানের ডাঙ্কি আর দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার। কিন্তু এসবের মাঝেই বাংলায় ভালো ব্যবসা করছে মিঠুন আর দেবের সিনেমা।

Advertisement

তবে ডাঙ্কি আর সালার আসায় হল দখলে অনেকটা পিছিয়ে প্রধান আর কাবুলিওয়ালা। তবে দুটি সিনেমাই মন জয় করে নিয়েছে সিনেপ্রেমী বাঙালির। একাধিক রিপোর্ট বলছে, কাবুলিওয়ালা ৫ দিনে ১ কোটির কাছাকাছি ব্যবসা করেছে। প্রধানের টিম ইতিমধ্যেই দেড় কোটি টাকা ঘরে তুলেছে। যা নিঃসন্দেহে প্রমাণ করে যেতে, বাংলা ছবি হিসেবে নেহাত ফেলনা নয়। সঙ্গে প্রধানকে নিয়ে দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের থেকে আসা পজিটিভ রিভিউ প্রধানের জয় বয়ে এনেছে। আর এর আরও আরেকটা বড় কারণ নিসন্দেহে শাহরুখের ডাঙ্কি সেভাবে ছাপ ফেলতে পারছে না দর্শক মনে। তাই শাহরুখের থেকে দেবের ছবির দেখছেন মানুষ। পিছিয়ে নেই কাবুলিওয়ালাও।

Advertisement

রবি ঠাকুরের গল্প অবলম্বনে এই সিনেমা দেখা নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শাহরুখের বছরে দু দুটো অ্যাকশন ছবি পাঠান আর জওয়ান দিয়ে ১০০০ কোটির উপর ঘরে তুলেছেন কিং খান। কিন্তু সেই হিসেবে ধারেকাছে নেই ডাঙ্কি।

Advertisement
Tags :
Advertisement