OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পর্দায় ছেলের মৃত্যু মেনে করতে পারেননি প্রকাশ কৌর, কীভাবে মাকে সামলালেন ববি?

সম্প্রতি ববি দেওল 'অ্যানিমেল' ছবিতে প্রতিপক্ষের ভূমিকায় তাঁর পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু আকর্ষণীয় খবর প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভাই সানি দেওল এবং বাবা ধর্মেন্দ্র এখনও সিনেমাটি দেখেননি, কিন্তু তার মা, প্রকাশ কৌর, দেখেছেন এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন।
06:43 PM Dec 06, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকের অন্যতম স্টার ছিলেন। তাঁর হাত ধরে বলিউড পেয়েছে, সোলজার, গুপ্ত, বরসার- এর মতো একাধিক ছবি। এতগুলো ছবি দেওয়া সত্ত্বেও এক কালে তাঁর অস্তিত্ব বলিউডে শেষ হয়ে যায়, একের পর এক পরিচালক তাঁর দিক থেকে মুখ ফেরাচ্ছিলেন। কাজ না পেয়ে মদের বোতলে ডুব দেন তিনি, এমনকী তাঁর ছেলেও বলতে বাধ্য হয়েছিল যে, কেন তাঁর বাবা কাজে যায়না। প্রমাণ হয়ে গিয়েছিল, স্টারকিড নয়, বলিউডে টিকে থাকতে হলে দরকার প্রতিভা। নিজেকে ডিপ্রেশন মুক্ত করে অবশেষে ঘুরে দাঁড়ান তিনি। সলমান খানের পরামর্শে জিমে যোগ দেন। নিজের শারীরিক গঠনে আনেন দুর্দান্ত পরিবর্তন। পেতে থাকেন একের পর এক ওয়েবসিরিজের অফার। শেষ অনলাইন আশ্রম সিরিজের মাধ্যমে বোঝান অভিনয় সত্ত্বা একেবারেই হারিয়ে যাননি তাঁর। নায়ক ছেড়ে খলনায়কের ভূমিকায় অভিনয় করে একের পর এক রেকর্ড ভাঙতে থাকেন তিনি। কে তিনি, ধর্মেন্দ্র ছোট পুত্র ববি দেওল।

বর্তমানে 'Animal' এর দৌলতে যার নাম এখন মুখে মুখে। মাত্র ১৩ মিনিটে বোবা খলনায়কের ভূমিকায় তিনি যে ভাবে প্রমান করলেন যে, হেরে গিয়েও ঘুরে দাঁড়ানো সম্ভব। মাত্র ১৩ মিনিটে বিনা বাক্যে সিনেমাহলে যে ঝড় তুলেছেন আবরার হক চরিত্র রূপে ববি দেওল, তাতে করে তাঁর নাম সবার মুখে মুখে ভাসছে। Animal-এর অন্যতম পিলার হলেন ববি দেওল। তবে তাঁকে এই চরিত্রে অভিনয়ের জন্যে ৪ মাস কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়। সম্প্রতি ববি দেওল 'অ্যানিমেল' ছবিতে প্রতিপক্ষের ভূমিকায় তাঁর পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে কিছু আকর্ষণীয় খবর প্রকাশ করেছেন। তাঁর কথায়, ভাই সানি দেওল এবং বাবা ধর্মেন্দ্র এখনও সিনেমাটি দেখেননি, কিন্তু তার মা, প্রকাশ কৌর, দেখেছেন এবং প্রতিক্রিয়াও জানিয়েছেন।

নিউজ পোর্টালের সঙ্গে একটি কথোপকথনে, ববি দেওল বলেন, "আমার মা আমার মৃত্যুর দৃশ্য সামলাতে পারতেন না। তিনি বলেছিলেন, তোমার এই ধরনের ছবি করা উচিত নয়, আমি সেগুলি দেখতে পারি না। আমি তাকে বলেছিলাম, 'দেখুন, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমি শুধু একটি ভূমিকায় অভিনয় করেছি'। কিন্তু সে খুব খুশি… সে যে পরিমাণ ফোন পাচ্ছে, তার সব বন্ধুরা আমার সঙ্গে দেখা করতে চাইছে। আশ্রম যখন মুক্তি পায় তখনও একই রকম কিছু ঘটেছিল। " বলিউড হাঙ্গামার সঙ্গে পূর্ববর্তী কথোপকথনে, ববি দেওল তার নতুন উদ্যোগে তার পরিবারের প্রতিক্রিয়া সম্পর্কে বলেছিলেন, “আমার বাবা এবং আমার ভাই এটা দেখেননি, কিন্তু অন্য সবাই দেখেছে। শ্রোতারা আমার প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছেন এমনটাই তারা অনুভব করছেন। তারা স্বাভাবিকভাবেই পক্ষপাতদুষ্ট, কিন্তু তারা সবসময় একজন অভিনেতা হিসেবে আমাকে
আমার বাচ্চারা এবং আমার স্ত্রী, আমি কেবল তাদের চোখেই আনন্দ দেখতে পাচ্ছি। এই প্রথম আমি লক্ষ্য করেছি কিভাবে আমি একজন বাবা হিসাবে তাদের প্রভাবিত করেছি।"

Tags :
Bobby deol
Next Article