OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

মমতার দ্রুত আরোগ্য কামনা কেজরিওয়াল-স্ট্যালিনের

09:20 PM Mar 14, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিকি‍ৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তৃণমূল সুপ্রিমোর গুরুতর চোটের কথা জানতে পেরেই উদ্বিগ্ন হয়ে পড়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্ব। মমতার দ্রুত আরোগ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচনে গড়িয়াহাটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠান শেষে গড়িয়াহাট চত্বরে জনসংযোগ সারেন তিনি। ওই কর্মসূচি শেষে কালীঘাটের বাড়িতে পৌঁছন। বাড়ি ফেরার পরেই প্রতিদিনের মতো ট্রেড মিলে এক্সারসাইজ শুরু করেন। আর তখনই পা পিছলে পড়ে যান মুখ্যমন্ত্রী। কপাল এবং নাক ফেটে গলগল করে রক্ত পড়তে থাকে। মুখ্যমন্ত্রীকে ওই অবস্থায় দেখে হতচকিত হয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরা। তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায়ও আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। রক্তক্ষরণ বন্ধে পাঁচটির মতো সেলাই করা হয়। কোনও অভ্যন্তরীণ চোট রয়েছে কিনা তা নিশ্চিত হতে এমআরআই ও সিটি স্ক্যান করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাত সোয়া আটটা নাগাদ ‘এক্স’ হ্যান্ডেলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের কথা জানানোর পাশাপাশি বেশ কয়েকটি ছবিও প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ওই খবর জানার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মমতার দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন। ‘এক্স’ হ্যান্ডেলে দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এমন ছবি দেখে প্রচন্ড চিন্তিত। দিদি, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। ভগবান আপনাকে আশীর্বাদ করুন।’

Tags :
Arvind kejriwalM K StalinMamata Banerjee Suffered "Major Injury
Next Article