For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

বোর্ডিং স্কুলে যৌন হেনস্থার শিকার প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেনসার

04:16 PM Mar 10, 2024 IST | Srijita Mallick
বোর্ডিং স্কুলে যৌন হেনস্থার শিকার প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেনসার
Advertisement

আন্তর্জাতিক ডেস্কঃ শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন প্রিন্সেস ডায়ানার ছোট ভাই আর্ল স্পেনসার । এবার সেই হেনস্থার কথা নিজের মুখেই বললেন ডায়নার ভাই। রবিবার সংবাদমাধ্যমের একটি সাক্ষাৎকারে একথা জানালেন আর্ল স্পেনসার । তিনি বলেন , গত শতকের সত্তরের দশকে নর্থহ্যাম্পটনশায়ারের মেইডওয়েল একটি বোডিং স্কুলে তিনি যখন ছোটবেলায় পড়াশোনা করতেন সেই সময় এক নারী কর্মী তাঁকে যৌন হেনস্তা করে।

Advertisement

এ বিষয়ে মেইডওয়েল হল এর পক্ষ থেকে বলা হয়, আর্ল স্পেনসার যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন  তারা তা জানতে পেরেছেন। ইতিমধ্যেই বোডিং স্কুলের তরফে  এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। গত শতকের সত্তরের দশক থেকে স্কুলটির প্রায় প্রতিটি ক্ষেত্রই উল্লেখযোগ্যভাবে বিবর্তিত হয়েছে বলে জানিয়েছে । এই পরিবর্তনের কেন্দ্রীয় বিষয় শিশুদের সুরক্ষা, শিশুদের কল্যাণ। জানা গিয়েছে , এই যৌন হেনস্থার ঘটনাটি ঘটেছিল ‘এ ভেরি প্রাইভেট স্কুলে’। এই যৌন হেনস্তার অভিযোগ স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠান হয়েছে বলে জানিয়েছে মেইডওয়েল হল ।

Advertisement

উল্লেখ্য, ৮ থেকে ১৩ বছর পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করতেন প্রিন্সেস ডায়ানার ভাই। বর্তমানে ডায়নার ভাই আর্ল স্পেনসার বয়স ৫৯ বছর। তিনি তার লেখা নতুন বই ‘এ ভেরি প্রাইভেট স্কুল’ এ বইতে এই ঘটনার কথা তুলে ধরেছেন। মেইডওয়েলে পড়া শেষ করে স্পেনসার ইটন কলেজে ভর্তি হন। তিনি এখন আলথর্প হাউসের মালিক।

Advertisement
Tags :
Advertisement