OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

তিনবার দেশের প্রধানমন্ত্রী! এবার অটল বিহারির ভূমিকায় পঙ্কজ, প্রকাশ্যে টিজার

08:11 PM Dec 19, 2023 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুক্তি পেল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক 'ম্যায় অটল'-এর ট্রেলার। যিনি ভারতের ৩ বার প্রধানমন্ত্রী হয়ে ছিলেন। এবার সেই মানবিক রাজনৈতিক নেতা, তথা কবির ভূমিকায় অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। মঙ্গলবার, নির্মাতারা ছবিটির টিজার প্রকাশ করেছেন। বুধবার ট্রেলারটি মুক্তি পাবে। টিজারে পঙ্কজকে প্রধানমন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। যদিও তিনি বাজপেয়ীর হুবহু প্রতিরূপ হতে পারেননি, কিন্তু তাঁর চেহারা, কথা বলার ধরন এবং ড্রেসিং সেন্স সবটাই অটল বিহারী বাজপেয়ীকে মনে করিয়ে দিতে বাধ্য। অভিনেতাকে বাজপেয়ীর প্রিয় মন্তব্যও পঙ্কজকে বলতে শোনা যায়।

বলেছেন, "ডালো কে ইস ডাল-ডাল কে বেচ, এক কামাল খেলনা হোগা (আমাদের একটি পরিবর্তন আনতে হবে)।" টিজারে প্রতিক্রিয়া জানিয়ে অনেকেই ছবিটি নিয়ে তাদের উত্তেজনা শেয়ার করেছেন। একজন লিখেছেন, "শুধু চরিত্রটিকে ন্যায্যতা দিয়েছেন।" বায়োপিকটি ভক্তদের অটল বিহারী বাজপেয়ীর অনুপ্রেরণামূলক সফরে নিয়ে যাবে। Main ATAL Hoon রবি যাদব দ্বারা পরিচালিত এবং ভানুশালী স্টুডিও লিমিটেড এবং লিজেন্ড স্টুডিও, বিনোদ ভানুশালী, সন্দীপ সিং, স্যাম খান এবং কমলেশ ভানুশালী দ্বারা সমর্থিত। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ঋষি বীরমানি এবং রবি যাদব এবং সঙ্গীত সেলিম-সুলাইমানের। গানগুলির কথা লিখেছেন মনোজ মুনতাশির। ছবিটি প্রেক্ষাগৃহে ২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে৷৷

ম্যায় অটল হুন ছবির অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে গিয়ে, পঙ্কজ এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন, "আমাদের মহান নেতা শ্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করার সুযোগ পাওয়া নিজের মধ্যে একটি সম্মানের বিষয়। উপভাষা, তার জীবনধারা এবং ভারতের প্রতি তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য আমরা কঠোর পাঠের সেশনের মধ্য দিয়ে গিয়েছিলাম। আমি আজ আনন্দিত বোধ করছি যখন আমরা আমি অটল হুনের শুটিং শুরু করছি৷"

 

Tags :
pankaj tripathi
Next Article