OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

হাইকোর্টের কড়া নির্দেশ, তবুও ধর্মতলা ছাড়তে নারাজ বাস মালিকেরা

রাজ্য সরকার বিকল্প বাসস্ট্যান্ডের ব্যবস্থা করে দিলেও সেখানে যেতে নারাজ বেসরকারি বাস মালিকেরা। আর তাই ধর্মতলা খালি করা যাচ্ছে না।
11:58 AM Feb 24, 2024 IST | Koushik Dey Sarkar
Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: শহরের(Kolkata) প্রাণকেন্দ্র হল ময়দান। সেখানেই পরিবেশ দূষণ(Environmental Pollution) রোধে ধর্মতলা(Esplanade) থেকে বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। সেই নির্দেশকে বাস্তবায়িত করতে রাজ্য সরকারও বিকল্প বাসস্ট্যান্ডের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সেখানে যেতে নারাজ বেসরকারি বাস মালিকেরা(Private Bus Owners)। আর তাই বাস মালিকদের আপত্তিতে ধর্মতলা খালি করা যাচ্ছে না। বিকল্প বাসস্ট্যান্ডের জন্য তিনটি জায়গার প্রস্তাব বেসরকারি বাস মালিকদের কাছে দিয়েছিল রাজ্য সরকার। সেই বিকল্প ৩ জায়গা হাওড়া শহরে। জায়গাগুলি হল - সাঁতরাগাছি, ফোরশোর রোড এবং ডিউক রোড। কিন্তু সেই বিকল্প বাসস্ট্যান্ড পছন্দ না হওয়ায় ধর্মতলা থেকে সরতে রাজি নন বেসরকারি বাস মালিকরা। তাঁদের এই সিদ্ধান্তে এখন রীতিমতো অস্বস্তিতে রাজ্য প্রশাসন। ত্রস্ত সরকারি আমলা থেকে আইনজীবীরাও। কেননা বিষয়টি নিয়ে নিয়মিত বিচারপতিদের তোপের মুখে পড়তে হচ্ছে সরকারি আইনজীবী থেকে আমলাদের।

ধর্মতলার বিকল্প বাসস্ট্যান্ডের জন্য বেসরকারি বাস মালিকদের যে ৩টি জায়গার প্রস্তাব মালিকদের কাছে দিয়েছিল রাজ্য সেই তিনটি জায়গার মধ্যে সাঁতরাগাছিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাসস্ট্যান্ড তৈরি হয়ে তা উদ্বোধন হয়ে গিয়েছে। পাশাপাশি ফোরশোর রোডে ১০ একর ও ডিউক রোডে ৫ একর বিকল্প বাসস্ট্যান্ড তৈরির জমি তৈরি আছে। বেসরকারি বাস মালিকদের এই ৩ জায়গা রাজ্যের তরফে দেখানোও হয়েছে। কিন্তু কোনওটাই পছন্দ হয়নি বেসরকারি বাস মালিকদের। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা ছেড়ে তাঁরা হাওড়ার ওই অংশে যেতে চাইছেন না। তাঁদের যুক্তি, ওখানে বাসস্ট্যান্ড তৈরি হলে যাত্রী পাবেন না। একই সঙ্গে ডিউক রোড কিংবা ফোরশোর রোডে ফাঁকা জমিতে যাত্রী কিংবা বাস কর্মীদের জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই। আবার একই সঙ্গে জানা যাচ্ছে, লোকসভা ভোটের আগে এনিয়ে বেসরকারি বাস মালিকদের সঙ্গে কড়া কোনও আচরণ করতে রাজী নয় রাজ্য সরকার। আর তাই নিত্যদিন ধর্মতলা চত্বর থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ ভিন রাজ্যের প্রায় ৬০০ বাস রাতারাতি অন্যত্র সরিয়ে ফেলাও যাচ্ছে না।

Tags :
Calcutta High CourtEnvironmental PollutionEsplanadeKolkataPrivate Bus Owners
Next Article