For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

সরকারি ভবনে চলছে CBSE বোর্ডের বেসরকারি স্কুল, বিতর্ক রাজগঞ্জে

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই স্কুলটি কার্যত ভবন দখল করে চলছে। যদিও হানিফের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে এই স্কুল চালাচ্ছেন।
04:05 PM Dec 02, 2023 IST | Koushik Dey Sarkar
সরকারি ভবনে চলছে cbse বোর্ডের বেসরকারি স্কুল  বিতর্ক রাজগঞ্জে
Courtesy - Google
Advertisement

নিজস্ব প্রতিনিধি: স্কুল ঘিরে বিতর্ক দানা বাঁধল উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি জেলার(Jalpaiguri District) রাজগঞ্জে(Rajganj)। বিতর্কের নেপথ্যে রয়েছে একটি সরকারি ভবনে একটি বেসরকারি স্কুল(Private School) চলার ঘটনা। সেই স্কুলের আবার নেই কোনও বৈধ কাগজপত্র। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারি চর এলাকায় ওই স্কুল চলছে। যে ভবনে ওই স্কুল চলছে তা স্থানীয় পঞ্চায়েত সমিতির উদ্যোগে দীর্ঘদিন আগে নির্মীত একটি Community Hall। অভিযোগ, ওই ভবন দখল করেই সেখানে বিনা অনুমতিতে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল চালাচ্ছেন নিউ জলপাইগুড়ি থানার গেট বাজার এলাকার বাসিন্দা বছর তিরিশের যুবক হানিফ চৌধুরী। স্কুলটি নাকি CBSE বোর্ডের অনুমোদিত স্কুল। অন্তত হানিফের দাবি তেমনটাই। যদিও সেই দাবির স্বপক্ষে কোনও নথি তিনি দেখাতে পারেননি।

Advertisement

সারদা শিশুতীর্থ নামের ওই স্কুলে রয়েছেন ৫জন শিক্ষিকা। স্কুলে পড়ুয়াদের ভর্তি হতে লাগে ২ হাজার টাকা। তারপর প্রতি মাসে দিতে হয় ৫০০ টাকা করে। এক বছরের বেশি সময় ধরে এই স্কুল চলছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই স্কুলটি কার্যত ভবন দখল করে চলছে। যদিও হানিফের দাবি, স্থানীয় পঞ্চায়েত প্রধানের অনুমতি নিয়ে এই স্কুল চালাচ্ছেন। সেই সূত্রেই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যোগাযোগ করেন মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রাযয়ের সঙ্গে। তিনি আবার জানান এই ঘটনা সম্পর্কে তাঁর কিছুই জানা নেই। যদিও প্রশ্ন উঠছে, তাঁর এলাকায় সরকারি ভবনে স্কুল চলছে সেটা তিনি জানেনই না! নাকি নিজেকে বিতর্কে না জড়াতে সাবধানী মন্তব্য? সরকারি জায়গায় বেসরকারি স্কুল থাকাটাই যে বেআইনি সেটাও কী তিনি জানেন না? এলাকার প্রাথমিক স্কুলের DI শ্যামলচন্দ্র রায় অবশ্য জানিয়েছেন, ‘আমাদের এ বিষয়ে কিছু জানা নেই। খবর নিয়ে দেখতে হবে। NOC ছাড়া তো এভাবে স্কুল খোলা যায় না। সেটা দেখা হচ্ছে।’

Advertisement

Advertisement
Tags :
Advertisement