OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অস্কার মনোনীত 'টু কিল এ টাইগার'-এর নির্বাহী প্রযোজক হলেন প্রিয়াঙ্কা

তখনই আমি এর মর্মস্পর্শী গল্পের প্রতি বিমোহিত হয়েছিলাম, যেটি তার মেয়ের জন্য একজন পিতার বীরত্বপূর্ণ সংগ্রামকে চিত্রিত করেছে।'
11:54 AM Feb 25, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: মুকুটে নয়া পালক! অস্কার-মনোনীত তথ্যচিত্র 'টু কিল এ টাইগার' (TO KILL A TIGER)-এর নির্বাহী প্রযোজক তথা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যোগ দিলেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খুব শীঘ্রই Netflix-এ মুক্তি পাবে এই তথ্যচিত্র। ২০২৩ সালে ৯৫ তম আকাডেমি অ্যাওয়ার্ডের শর্ট তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল গুণীত মঙ্গার 'দ্য এলিফ্যান্ট হুইপারার্স'। প্রথম ভারতীয় শর্ট তথ্যচিত্র হিসেবে অস্কারও জিতেছিল এই ছবি। এবার ভারতীয় তথ্যচিত্র হিসেবে 'টু কিল এ টাইগার'-এর অস্কার জেতার পালা।

রবিবার ইনস্টাগ্রামে গিয়ে প্রিয়াঙ্কা 'টু কিল আ টাইগার'-এর একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, "আমি আকাডেমি অ্যাওয়ার্ড মনোনীত ডকুমেন্টারি @tokillatigerdoc-এর অবিশ্বাস্য দলে যোগ দিতে পেরে খুব গর্বিত। যেটি @netflix @নিশাপিকস দ্বারা পরিচালিত। যখন আমি ২০২২ সালে এই ছবিটি প্রথম দেখে ছিলাম, তখনই আমি এর মর্মস্পর্শী গল্পের প্রতি বিমোহিত হয়েছিলাম, যেটি তার মেয়ের জন্য একজন পিতার বীরত্বপূর্ণ সংগ্রামকে চিত্রিত করেছে।"

তিনি আরও বলেন, "এই প্রকল্পটি তার লালিত কন্যার জন্য একজন নিবেদিতপ্রাণ পিতার সীমাহীন ভালবাসা এবং অদম্য সংকল্পের প্রমাণ।" এদিকে ইনস্টাগ্রামে, টু কিল আ টাইগারের নির্মাতা নিশা পাহুজা একটি পোস্ট শেয়ার করে লেখেন, “আমরা শেয়ার করতে পেরে রোমাঞ্চিত যে, Netflix এই ছবিটি বিশ্বব্যাপী স্ট্রিমিং করতে প্রস্তুত! আরও আশ্চর্যজনক যে, এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া নির্বাহী প্রযোজক হিসাবে যোগদান করেছেন। ২০২২ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ার হওয়ার পর থেকেই প্রিয়াঙ্কা ছবিটির একজন অটল সমর্থক।"

'টু কিল এ টাইগার' অস্কার ২০২৪-এর জন্য সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে মনোনীত হয়েছে। ছবিটির পুরোটাই ঝাড়খণ্ডের একজন কৃষক রঞ্জিতকে নিয়ে নির্মিত, যিনি তার ১৩ বছর বয়সী মেয়ের জন্য ন্যায়বিচার আদায়ের জন্যে জীবনভর লড়াই চালিয়েছেন। কৃষকের মেয়ে কিরণ, ২০১৭ সালে তিনজন পুরুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিল। তখন কিরণ শিশু ছিলে। আজ, তার বয়স প্রায় ২০ বছর। 'টু কিল এ টাইগার' প্রথম নিউইয়র্কের ফিল্ম ফোরামে অক্টোবর ২০২৩-এ থিয়েটারে মুক্তি পেয়েছিল। এই ছবির নির্বাহী প্রযোজকের মধ্যে আরও রয়েছেন, রূপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, অনিতা লি, অ্যান্ড্রু ড্রাগৌমিস, শিবানী রাওয়াত, অনিতা ভাটিয়া, নীরজ ভাটিয়া, দীপা মেহতা।

Tags :
TO KILL A TIGER
Next Article