OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করলেন সাক্ষী মালিক-বজরং পুনিয়া

12:15 AM Dec 23, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে ‘অভিযুক্ত’ ব্রিজভূষণ শরণ সিংযের ঘনিষ্ঠ সঞ্জয় সিং নির্বাচিত হতেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন সাক্ষী মালিক ও বজরং পুনিয়া। বৃহস্পতিবার বুট তুলে রাখার কথা জানিয়েছিলেন সাক্ষী। আর শুক্রবার পদ্মশ্রী সম্মান ফেরানোর ঘোষণা করেছেন পুনিয়া। ওই ঘোষণার কয়েক ঘন্টা বাদেই কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করলেন দেশের দুই তারকা কুস্তিগীর। জাতীয় কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে লড়াইয়ে সাক্ষী-বজরংদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন সোনিয়া তনয়া।

গতকাল বৃহস্পতিবারই জাতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। সভাপতি পদে জয়ী হয়েছেন বিদায়ী সভাপতি তথা বাহুবলী বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংযের ‘ডানহাত’ হিসাবে পরিচিত সঞ্জয় সিং। ওই খবর জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন সাক্ষী মালিক-বজরং পুনিয়া-বিনেশ ফোগতের মতো পদকজয়ী তারকা কুস্তিগীররা। সঞ্জয়ের বকলমে জাতীয কুস্তি ফেডারেশনে যে ব্রিজভূষণই ছড়ি ঘোরাবেন তা নিশ্চিত হওয়ার পরেই খেলা থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন সাক্ষী। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন।  

শুক্রবার সকালেই স্বামী সত্যব্রত কাদিয়ানকে সঙ্গে নিয়ে হরিয়ানার কংগ্রেস সাংসদ দীপেন্দ্র হুডার সঙ্গে দেখা করেন সাক্ষী। সঙ্গে ছিলেন বজরং পুনিয়াও। তাদের আন্দোলনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন কংগ্রেস সাংসদ। রাতেই প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করেন সাক্ষী-বজরং। দুজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের মানসিকভাবে ভেঙে না পড়ার অনুরোধ জানান রাজীব তনয়া। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘যে মহিলা কুস্তিগীররা দেশকে পদক এনে দিয়েছেন, সম্মান এনে দিয়েছেন, আজ তাঁদের চোখের জলে খেলা ছাড়তে হচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। শ্লীলতাহানিতে অভিযুক্তকে (ব্রিজভূষণ শরণ সিং) বাঁচাতে কীভাবে বিজেপি শীর্ষ নেতৃত্ব চেষ্টা চালাচ্ছেন, তা গোটা দেশের মহিলারা দেখছেন। তারাই এর যোগ্য জবাব দেবেন।’ সাক্ষী এবং বজরংদের আন্দোলনে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কা।

Tags :
Bajrang PuniaPriyanka gandhiPriyanka Gandhi Met Sakshi Malik & Bajrang PuniaSakshi MalikWFI Row
Next Article