For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'দেশের জন্য আমার মা মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন', মোদিকে জবাব প্রিয়াঙ্কার

10:42 AM Apr 24, 2024 IST | Sundeep
 দেশের জন্য আমার মা মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন   মোদিকে জবাব প্রিয়াঙ্কার
Advertisement

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ভোটপ্রচারে রাজস্থানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মীয় মেরুকরণের রাস্তায় হেঁটে বলেছিলেন, ‘কংগ্রেস ক্ষমতায় ফিরলে মহিলাদের গলার মঙ্গলসূত্র কেড়ে নেবে।’ ওই মন্তব্যের জন্য এবার প্রধানমন্ত্রীকে পাল্টা বিঁধলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। মঙ্গলবার বেঙ্গালুরুর জনসভায় রাজীব গান্ধির নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘মোদি হলেন দেশের একমাত্র নেতা যার কাছ থেকে মিথ্যা ছাড়া আর কিছু আশা করা যায়নি। কংগ্রেস যদি মঙ্গলসূত্র কেড়ে নেয়, তাহলে আমার মা (সোনিয়া গান্ধি) কেন মঙ্গলসূত্র হারালেন? উনি তো এই দেশের জন্যই মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন।’

Advertisement

প্রথম দফার ভোটের পরেই ধর্মীয় মেরুকরণের পথে হেঁটে মুসলিম বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে মোদির বিরুদ্ধে। রাজস্থান-সহ গোবলয়ের রাজ্যগুলিতে প্রচারে গিয়ে উন্নয়নের কথা বলার পরিবর্তে হিন্দুত্বের আবেগে সুড়সুড়ি দিয়ে ভোট কব্জা করার কৌশল নিয়েছেন মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা। মঙ্গলবার সেই কৌশলের নিন্দা করে প্রিয়াঙ্কা বলেন, ‘মোদিজি বলেছেন, কংগ্রেস এলে আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। মা-বোনদের সোনা-দানা লুঠ করবে। ৭০ বছরের উপরে দেশ স্বাধীন হয়েছে। তার মধ্যে কংগ্রেস ক্ষমতায় থেকেছে ৫৫ বছর। ওই ৫৫ বছরে আপনাদের সোনা, মঙ্গলসূত্র কেড়ে নিয়েছে? যুদ্ধের সময় আমার ঠাকুরমা ইন্দিরা গান্ধি নিজের গয়না দান করেছেন। আমার মা নিজের মঙ্গলসূত্র বিসর্জন দিয়েছেন দেশের জন্য।’

Advertisement

গত ১০ বছরে মোদি বেকারত্ব, মূল্যবৃদ্ধি রুখতে প্রয়োজনীয় কোনও পদক্ষেপ নেননি বলেই ভোটপ্রচারে ধর্মীয় উস্কানি দিয়ে ভোট হাসিলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায, ‘মোদি জমানায় বেকারদের চাকরি হয়নি। দেশে জিনিসের দাম অস্বাভাবিক বেড়েছে। ফসলের ন্যায্য দাম না পেয়ে কৃষকরা লাগাতার আত্মহত্যা করে চলেছেন। মণিপুরে মেয়েদের নগ্ন করে ঘোরানো হয়েছে। ওই সব সমস্যা নিয়ে মোদি টুঁ শব্দটি করছেন না। কেননা, টুঁ শব্দটি করার স‍ৎ সাহস নেই।’

Advertisement
Tags :
Advertisement