For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

প্রেমে পড়েছেন প্রসেনজিৎ-পুত্র তৃষাণজিৎ, সম্মতি আছে বাবারও, মেয়েটি কে?

সেখানেই সম্প্রতি দেখা মিলল মিশুকের প্রেমিকার ছবি। লাল ক্রপ টপ পরা এক তরুণীকে জড়িয়ে চুমু দিচ্ছেন মিশুক। সুন্দরীর নাম জানা গিয়েছে লিতিকা প্রসাদ। মিশুকের সঙ্গেই সে পড়াশোনা করে।
02:16 PM Mar 06, 2024 IST | Sushmitaa
প্রেমে পড়েছেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ  সম্মতি আছে বাবারও  মেয়েটি কে
Advertisement

নিজস্ব প্রতিনিধি: ১৯-২০ বছরে মনের মানুষ খুঁজে নেওয়া এখনকার প্রজন্মের কাছে কোনও ব্যপারই নয়! আসলে মনে ফাগুনের আগুন লাগার জন্যে দরকার নেই নির্দিষ্ট বয়সের। ৫৭ বছরে তৃতীয় বিবাহ করে রীতিমতো চমকে দিয়েছেন কাঞ্চন মল্লিক। তিনিই এখন 'টক অফ দ্য টাউন'। অর্থাৎ প্রেম মানে না কোনও বয়স, কোনও ধর্ম, কোনও জাতি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ২০ বছরের ছেলে ঝিনুকের প্রেম নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে টলিপাড়ার অন্দরে। বউমার সঙ্গেও দুর্দান্ত সম্পর্ক শ্রাবন্তীর। যদিও এত কম বয়সে প্রেমিকা জুটিয়ে ফেলা, এই নিয়েও কম কটাক্ষ করা হয় না অভিনেত্রীর ছেলেকে।

Advertisement

এবার টলিপাড়ায় জল্পনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। কী নিয়ে জল্পনা? প্রেমে পড়েছেন বুম্বা-পুত্র মিশুক। বাবা টলিউড সুপারস্টার, তাই তাঁর পরিবার নিয়ে নানা আপডেট নিয়ে প্রতিনিয়ত সংবাদ নাক গলাবে, সেটাই স্বাভাবিক! বর্তমানে মিশুক বিদেশে অধ্যয়ন রত। ইনস্টাগ্রামে প্রতিনিয়ত নানা ছবি-ভিডিও পোস্ট করতেই থাকেন অভিনেতা পুত্র। আর সেখানেই সম্প্রতি দেখা মিলল মিশুকের প্রেমিকার ছবি। লাল ক্রপ টপ পরা এক তরুণীকে জড়িয়ে চুমু দিচ্ছেন মিশুক। সুন্দরীর নাম জানা গিয়েছে লিতিকা প্রসাদ। মিশুকের সঙ্গেই সে পড়াশোনা করে। তবে নতুন নয়, বেশ কিছুদিন ধরেই প্রেম করছেন তাঁরা। এর আগেও একবার লিতিকার সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মিশুক।

Advertisement

একসঙ্গে খেতে যাওয়া থেকে হ্যাংআউট, সবটাই চলে তাঁদের। দেশে দেশে ফিরে ফিরলে বাবার সঙ্গে মাঝেমধ্যেই টলিপার্টিতে যোগ দেন মিশুক। পাশাপাশি দারুণ ফুটবল খেলেন তিনি। ম্যাসি ভক্ত।তবে অভিনয়েও বেশ উৎসাহ রয়েছে তাঁর। গতবছরেই অংশ নিয়েছিলেন কলেজের নাটকে। সেই ছবি প্রসেনজিৎ নিজেই ভাগ করে নিয়েছিলেন। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছেলেকে টলিউড লঞ্চ করবেন বুম্বা দা। বাবার মতোই হ্যান্ডসাম হয়েছেন তৃষাণজিৎ।

Advertisement
Tags :
Advertisement