For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

পেনাল্টি মিসের পর এমবাপ্পের গোলেই ফাইনালে পিএসজি

12:11 PM Apr 04, 2024 IST | Mainak Das
পেনাল্টি মিসের পর এমবাপ্পের গোলেই ফাইনালে পিএসজি
Advertisement

নিজস্ব প্রতিনিধি : প্রথমে পেনাল্টি মিস। তারপর তিন মিনিটের মাথাতেই গোল করলেন কিলিয়ান এমবাপ্পে। আর সেই গোলকে ভর করেই ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে গেল পিএসজি। আগামী ২৫ এপ্রিল ফাইনালে প্রতিপক্ষ লিঁও-এর বিরুদ্ধে খেলবে এমবাপ্পের দল।

Advertisement

সেমিফাইনালে রেঁনের বিপক্ষে ১২ মিনিটের মাথাতেই গোল করতে পারতেন এমবাপ্পে। উসমান দেম্বেলের থ্রু পাস থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু গোলটি করতে ব্যর্থ হন তিনি। এরপর ৩৭ মিনিটের মাথায় এমবাপ্পেকে ফাউল করে বসেন সেন্টারব্যাক ওয়ার্মড ওমারি। এবারেও গোল করতে ব্যর্থ হন এই ফ্রে়ঞ্চ ফুটবল তারকা। পেন্টালি থেকে এমবাপ্পের শট রুখে দেন গোলকিপার স্টিভ মান্দান্দা।

Advertisement

তবে সেই পেনাল্টি মিসের পর খুব বেশিক্ষণ আর গোলের জন্য অপেক্ষা করতে হয়নি এমবাপ্পেকে। তিন মিনিটের পর ফাবিয়েন রুইজের পাস থেকে দুর্ধর্ষ গোল করেন এই ফরাসি তারকা। এমবাপ্পের এই গোলের ওপর ভর করেই ফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলল পিএসসি। এদিকে অপর সেমিফাইনালে ভ্যালেন্সিয়েসকে ৩-০ গোলে হারায় লিঁও। ফাইনালে কি লিঁওকে হারাতে পারবে, এখন সেটাই দেখার। পিএসজির কোচ লুইস এনরিকে জানান, ‘ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠতে পেরে ভালো লাগছে। এখন ফাইনালে জেতাটাই আমাদের কাছে লক্ষ্য।‘

Advertisement
Tags :
Advertisement