For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

HOLI 2024: হোলির পার্টিতে প্লে লিস্টে রাখুন বলিউড সিনেমার এই গানগুলি

এছাড়াও হোলির দিন আপনার মিউজিক তালিকায় রাখতে পারেন এই ছবিগুলির এই সমস্ত গানগুলি। আসলে বলিউডের সঙ্গে হোলির সম্পর্ক অনেক পুরনো। বলিউডের অনেক ছবিতে হোলির বিষয়টি দারুণভাবে দেখানো হয়েছে।
04:35 PM Mar 24, 2024 IST | Sushmitaa
holi 2024  হোলির পার্টিতে প্লে লিস্টে রাখুন বলিউড সিনেমার এই গানগুলি
Advertisement

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই রঙের উৎসব। বাঙালিদের দোল, আর গোটা দেশের কাছে তাই হোলি। এদিন ৮ থেকে ৮০ সকলেই মেতে উঠবে রঙের উৎসবে। তবে দেশের একাংশ মানুষ এখনও রং খেলতে পছন্দ করেন না। তাই তাঁদের জন্যে রইল বাড়িতে সময় কাটানোর দারুণ ওষুধ। এদিনগুলিতে বাড়িতে বসে দেখতে পারেন হোলি সম্পর্কিত এই হিন্দি ছবিগুলি। এছাড়াও হোলির দিন আপনার মিউজিক তালিকায় রাখতে পারেন এই ছবিগুলির এই সমস্ত গানগুলি। আসলে বলিউডের সঙ্গে হোলির সম্পর্ক অনেক পুরনো। বলিউডের অনেক ছবিতে হোলির বিষয়টি দারুণভাবে দেখানো হয়েছে। যেমন.....,,,

Advertisement

ডর: ছবিতে হোলি উৎসবের উপর ভিত্তি করে এই ছবির একটি গান 'আং সে অঙ্গ লাগানা'। গানটি হোলি উৎসবের সময় চালিয়ে দেন। মন উৎফুল্লিত হয়ে যাবে।

Advertisement

Raanjhanaa: সিনেমায় হোলির একটি বিশেষ দৃশ্য রয়েছে, যেখানে সোনম কাপুর কুন্দনের মুখে গুলাল লাগিয়ে, মুহূর্তটিকে আরও সুন্দর এবং রোমান্টিক করে তুলবে।

বদ্রি কি দুলহানিয়া: ছবিতে হোলি গানে অভিনেতা বরুণ ধাওয়ান অভিনেত্রী আলিয়া ভাটকে রং মাখানোর তাড়া দিচ্ছিলেন এবং তাঁর মুখে রঙ মাখাচ্ছিলেন।

রাম-লীলা: 'লাহু মু লাগ গ্যায়া' গানটি শ্রোতাদের কাছে অত্যধিক কামুক এবং কামোদ্দীপক উত্তেজনা তৈরি করেছে। ছবির এই গানটি আজও রঙের উৎসবে ভক্তের মনে দোলা দেয়।

কবির সিং: ফিল্মটিকে মিসজিনিস্টিক বলা যেতে পারে, কিন্তু এই ছবির হোলি সিকোয়েন্সে বিভিন্ন জায়গায় নারীদের যে নিপীড়নের মুখোমুখি হয় তা তুলে ধরা হয়েছে।

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি: ছবিতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর অভিনীত 'বালাম পিচকারি' গানটি আজও ভক্তদের মনে দোলা দেয়।

Advertisement
Tags :
Advertisement