For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

QR কোড প্রতারণা রুখতে জেনে নিন সহজ  টিপস

05:07 PM Mar 16, 2024 IST | Srijita Mallick
qr কোড প্রতারণা রুখতে জেনে নিন সহজ  টিপস
Advertisement

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে কিউআর কোড আমাদের নিত্যদিনের সঙ্গী। তবে সেখানেও রয়েছে মরন ফাঁদ। একবার ভুল স্ক্যান করলেই হারাতে হবে হাজার হাজার টাকা।  করোনার সময়কাল থেকেই শুরু হয়েছে এই কিউআর কোডের ব্যবস্থা । এরপর থেকেই নগদ টাকা সঙ্গে না থাকলেও অনলাইন পেমেন্ট করে কিনতে পারবেন প্রয়োজনীয় জিনিস।

Advertisement

তবে এই কিউআর কোডেই রয়েছে বর্তমানে প্রতারণার ফাঁদ। তাই কিউআর কোড স্ক্যান করার আগেই হয়ে যান সাবধান। এক নজরে দেখে নিন কিউআর কোড স্ক্যান করার আগে কি কি জিনিস মাথায় রাখবেন-

Advertisement

১)  কোনও অজানা ব্যক্তির সঙ্গে UPI আইডি বা ব্যাঙ্কের বিবরণ শেয়ার করবেন না।

২) টাকা পাঠানোর সময়ও QR থেকে প্রাপ্ত বিবরণ খতিয়ে দেখবেন । তারপর টাকা পাঠাবেন।

৩) কিউআর কোড স্ক্যান করার সময়ে দেখুন যে ইউআরএলে প্রবেশ করছেন সেটি https:// দিয়ে শুরু হচ্ছে কি না। 

৪) অচেনা কারুর সঙ্গে QR কোড স্ক্যান  না করে সরাসরি নেট ব্যাংকিং বা আপনার মোবাইল নম্বরে ওয়ালেটের মাধ্যমে টাকা ট্রান্সফার করুন।

৫)  আর্থিক লেনদেনের আগে ক্রেতার সঙ্গে কিউআর কোড ক্রস চেক করে নিন।

উক্ত এই ৫ টি পন্থা অবলম্বন করলে সহজেই কিউআর প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন ব্যবহারকারীরা।  

Advertisement
Tags :
Advertisement