For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

শেয়ার বাজারে অস্থিরতা নিয়ে জেপিসি তদন্তের দাবি রাহুলের

06:52 PM Jun 06, 2024 IST | Mainak Das
শেয়ার বাজারে অস্থিরতা নিয়ে জেপিসি তদন্তের দাবি রাহুলের
Advertisement

নিজস্ব প্রতিনিধি : শেয়ার বাজারে অস্থিরতা নিয়ে নরেন্দ্র মোদি-অমিত শাহকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বৃহস্পতিবার মোদি-শাহকে তোপ দেগে রাহুল জানান, যেভাবে শেয়ার বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে, সেটি আসলে শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি। এই বিষয়ে তদন্তের জন্য যৌথ তদন্তকারী কমিটি গঠনের দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

Advertisement

গত শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণের পর এক্সিট পোল বের করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এক্সিট পোলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, সেই বিষয়টি দেখানো হয়। এক্সিট পোলে ফল প্রকাশের পর সোমবার শেয়ার বাজারের সূচক ২৬০০ পয়েন্ট উঠেছিল। এরপর গত মঙ্গলবার ফল প্রকাশের দিন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের আসন সংখ্যা তিনশোর নীচে নেমে যাওয়ায় সেদিন শেয়ার বাজারে তার ব্যাপক প্রভাব পড়ে। শেয়ার সূচক নেমে যায়। ৩৩ লক্ষ কোটি টাকার মতো ক্ষতি হয়।

Advertisement

এই পরিস্থিতিতে মোদি-শাহকে নিশানা করে রাহুল জানান, ‘অমিত শাহ জানিয়েছিলেন, ৪ জুন যখন ফলাফল প্রকাশিত হবে, তখন দেখা যাবে শেয়ার বাজারের সূচক আকাশ ছুয়েছে। অমিত শাহের এই বক্তব্যের পর এই ধরনের বক্তব্য রাখতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। আসলে মোদি, শাহ, নির্মলা জানতেন বিজেপির আসন সংখ্যা ২২০-এর আশেপাশে থাকবে। কিন্তু ভুয়ো এক্সিট পোল প্রকাশ করে মানুষের মধ্যে মিথ্যা প্রচার করানো হয়েছিল। এর ফলে শেয়ারের সূচক ওপরে উঠে যায়। এর ফলে ৫ কোটি পরিবার ক্ষতির সম্মুখীন হয়েছে। এটা শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি। এর তদন্ত হওয়া প্রয়োজন।‘

Advertisement
Tags :
Advertisement