For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

'গণতন্ত্রের বস্ত্রহরণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে', বিজেপিকে হুঁশিয়ারি রাহুলের

05:21 PM Mar 29, 2024 IST | Sundeep
 গণতন্ত্রের বস্ত্রহরণকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা হবে   বিজেপিকে হুঁশিয়ারি রাহুলের
Advertisement

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই ‘নখদাঁত’ বের বের বিজেপি বিরোধী শিবিরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে ইডি-সিবিআই-আয়কর দফতর। ‘প্রভু’ বিজেপি নেতাদের খুশি রাখতে  বিরোধীদের ‘সবক’ শেখাতে কোমর কষে ঝাঁপিয়েছে তিন সংস্থাই। বেছে-বেছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, শিবসেনার (উদ্ধব) প্রার্থীদের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি লাগাতার সমন জারি করে প্রচারে বাধা তৈরির কৌশল নেওয়ার অভিযোগ উঠেছে বিশ্বাসযোগ্যতা হারানো তিন সংস্থার।

Advertisement

গত কয়েকদিন ধরে কংগ্রেসকে একাধিক নোটিশ পাঠিয়ে বিশাল পরিমাণ টাকা মেটানোর নির্দেশ দিয়েছে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দফতর হিসাবে অভিযুক্ত আয়কর বিভাগ। শেষ নোটিশে ১৮০০ টাকা মেটানোর জন্য নির্দেশ দিয়েছে নির্মলা সীতারমনের অধীনস্ত দফতর। আর আয়করের ওই নোটিশকে ‘কর সন্ত্রাস’ হিসাবে আখ্যা দিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, আয়করের ওই ‘কর’ সন্ত্রাস নিয়ে নাম না করে শুক্রবার বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধি। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ‘গণতন্ত্রের বস্ত্রহরণ যারা করছে (পড়ুন নরেন্দ্র মোদি-অমিত শাহ-নির্মলা সীতারমন) সরকার বদলের পরে তাদের বিরুদ্ধে অবশ্যই পদক্ষেপ করা হবে।’

Advertisement

এদিন বিকেলে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে রাহুল লিখেছেন, ‘যখন সরকার বদলাবে তখন গণতন্ত্রের বস্ত্রহরণকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে দ্বিতীয়বার আর এমন অপরাধ করার সাহস পাবে না। এটা আমার গ্যারান্টি।’ নিচে হ্যাশটাগ দিয়ে বিজেপি ট্যাক্স টেরররিজম-ও লিখেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

Advertisement
Tags :
Advertisement