OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাজস্থানে বিজেপির পরিকল্পনা ভেস্তে দেবে RRR

05:58 PM Apr 12, 2024 IST | Srijita Mallick

নিজস্ব প্রতিনিধিঃ রুপালি পর্দায় ঝড় তুলেছিল রাজামৌলির পরিচালিত RRR সিনেমা। আর এবার রাজস্থানে নির্বাচনের বিজেপি চাপে ফেলতে পথে নামল RRR। তবে এটি রাজামৌলির সিনেমার RRR নয় এনারা হলেন রবীন্দ্র সিং ভাটি এবং রাজকুমার রট।  বর্তমানে এই দুই যুবকই রাতের ঘুম কেড়েছে গেরুয়া শিবিরের।

আসন্ন নির্বাচনে বছর ২৬-এর  রবীন্দ্র সিং ভাটিয়া লড়ছেন বাড়মের লোকসভা কেন্দ্র থেকে। তাঁর বিপক্ষে রয়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস চৌধুরী এবং কংগ্রেসের উম্মেদারাম বেনিওয়াল। অন্যদিকে রাজস্থানের দক্ষিণের কেন্দ্র বাঁশওয়ারাত থেকে লড়ছেন বছর ৩২-এর রাজকুমার রট। তাঁর বিপক্ষে রয়েছেন বিজেপি প্রার্থী মহেন্দ্রজিৎ মালব্য । লোকসভায়  বারমের এবং বাঁশওয়ারাত এই কেন্দ্রে রয়েছে মাত্র ২ টি ভোট। তবে এই কেন্দ্রে প্রভাব পড়বে অন্য আসনের ওপর। তাই নির্বাচনে এই দুটি কেন্দ্রের ওপর বাড়তি নজর রাখছেন স্বয়ং  প্রধানমন্ত্রী শুধু তাই নয় বাড় মের কেন্দ্রের রবীন্দ্র সিং ভাটিয়াকে হারাতে পথে নেমেছে গেরুয়া শিবির।

কেন বাড়মের নিয়ে চিন্তায় পড়েছে বিজেপি? এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে কৈলাশ চৌধুরিকে। যিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী। চৌধুরীর বিরুদ্ধে, কংগ্রেস আরএলপি থেকে উম্মেদা রামকে প্রার্থী করেছে। কিন্তু বিজেপির আসল প্রতিদ্বন্দ্বিতা  হল বছর ২৬-এর রবীন্দ্র সিং ভাটিয়া। জানা গিয়েছে, তিনি  চলতি বছর এই যুবক প্রথমে শিব বিধানসভা আসন থেকে বিজেপির টিকিট চেয়েছিলেন, কিন্তু তাঁকে টিকিট দেয়নি গেরুয়া শিবির। তখন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনগণের মধ্যে এসেছিলেন এবং ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতায় সবাইকে পরাজিত করে জয়লাভ করে। তবুও ভাটিয়া আসন্ন নির্বাচনে বিজেপির হয়ে টিকিট চেয়েছিল। তবে এবার প্রত্যাখ্যান পাওয়ায় নির্দল হয়ে নির্বাচনে নামে।

অন্যদিকে রয়েছে রাজস্থানের দক্ষিণের কেন্দ্র বাঁশওয়ারাত। তা নিয়েও চাপে রয়েছে বিজেপি। আসন্ন নির্বাচনে ভারতীয় আদিবাসী পার্টি বা BAP বাঁশওয়াড়া-ডুঙ্গারপুর লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বছর ৩২-এর রাজকুমার রট। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে, উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারীর পরে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

উল্লেখ্য, রবীন্দ্র সিং ভাটিয়া হলেন একজন রাজপুত ।বারমের সংসদীয় আসনে ৩.৫ লক্ষ মানুষ রাজপুত রয়েছেন।  তাই রাজপুত ভোটের একক মালিক হলেন ভাটিয়া। অন্যদিকে রাজস্থানের আদিবাসী বলয়ের সবচেয়ে বড় মুখ  রাজকুমার রট। সেইজন্যই বাঁশওয়াড়া-ডুঙ্গারপুর জয়ের সম্ভাবনা রয়েছে  তাঁর। এখন থাকেই স্পষ্ট যে বড় পর্দায় যেমন ঝড় তুলেছিল রাজামৌলির পরিচালিত RRR। ঠিক তেমন রাজস্থানের মাটিতে ঝড় তুলবে রবীন্দ্র সিং ভাটিয়া এবং রাজকুমার রট।

Tags :
2024 Lok Sabha electionrajasthanRajkumar RoatRavindra Singh Bhati
Next Article