OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

লখনউকে হেলায় হারিয়ে অনায়াসে জয় রাজস্থানের

07:29 PM Mar 24, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের প্রথম ম্যাচে লখনউকে অনায়াসে হারিয়ে দিল রাজস্থান রয়্যালস। ১৯৪ রান তাড়া করতে নেমে ১৭৩ রানেই থেমে গেল লখনউয়ের ইনিংস। ২০ রানে জিতে গেল যশস্বী জয়সওয়ালরা।

এদিন ১৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় লখনউ জায়েন্টের খেলোয়াড়রা। শুরুতেই আউট হয়ে যান কুইন্টন ডি কক। এরপর ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে। অধিনায়ক কে এল রাহুল অবশ্য দীপক হুদাকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই চালিয়েছিলেন ঠিকই। কিন্তু সেই প্রচেষ্টা সফল হল না। দলগত ৬০ রানের মাথায় দীপক হুদাও আউট হয়ে যান। এরপর নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কে এল রাহুল। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫৮ রানের মাথায় আউট হয়ে যান রাহুল। রাহুল আউট হয়ে যাওয়ার পর জয়ের লক্ষ্যে পৌঁছোতে চেষ্টা চালিয়েছিলেন নিকোলাস পুরান। কিন্তু শেষের দিকে ধারাবাহিকভাবে উইকেট পতন হতে থাকে। ফলে লক্ষ্যপূরণের অনেক আগেই অলআউট হয়ে য়ায় লখনউয়ের খেলোয়াড়রা।

এর আগে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা হোঁচট খেতে হয় রাজস্থান রয়্যালসকে। দলগত ১৩ রানের মাথায় আউট হয়ে যান যশ বাটলার। এরপর যশস্বী অবশ্য সঞ্জু স্যামনকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বেশিক্ষণ যশস্বী অবশ্য ক্রিজে টিকতে পারেননি। রাজস্থান রয়্যালসের ৪৯ রানের মাথায় মহসিন খানের বলে আউট হয়ে যান যশস্বী।

এরপর সঞ্জু স্যামন ও রিয়ান পরাগের জুটি রাজস্থান রয়্যালসকে ভালো জায়গায় পৌঁছে দেয়। দুজনের মধ্যে ৯৩ রানের জুটি গড়ে ওঠে। দলগত ১৪২ রানের মাথায় আউট হয়ে যান রিয়ান পরাগ। ১৭ ওভারের মধ্যেই ১৫০ রান করে ফেলে রাজস্থান রয়্যালস। শেষ পর্যন্ত ১৫০ রানের মাথায় শিমরন হাতইয়ার আউট হয়ে যান। শিমরনের আউটের পর ধ্রুব জুরেলকে ম্যাচ এগিয়ে নিয়ে যান সঞ্জু স্যামন। শেষ পর্যন্ত ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থেকে গেলেন স্যামন। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৯৩ রান করে রাজস্থান রয়্যালস।

Tags :
cricketIPLIPL 2024Rajasthan RoyalsT20
Next Article