OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

রাম লালার 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানের আমন্ত্রণ পেলেন রণদীপ, ধনুশ, জ্যাকি

রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, তামিল সুপারস্টার ধনুশ হলেন সর্বশেষ তারকা, যাঁরা ২২ জানুয়ারি রামমন্দিরের 'প্রান প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
03:31 PM Jan 09, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশবাসী এখন অপেক্ষায় ২২ জানুয়ারির জন্যে। ২২ জানুয়ারি 'প্রাণপ্রতিষ্ঠা' হতে চলেছে রাম লালার। ১৬ জানুয়ারি থেকেই অযোধ্যায় রামমন্দিরের পবিত্রকরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে। অনুষ্ঠানে প্রায় ৭০০০ বিশেষ অতিথির বন্দোবস্ত করা হয়েছে, এছাড়াও সেদিন মন্দির চত্বরে কয়েক লক্ষ দর্শনার্থীর ভিড় জমবে বলে অনুমান। ইতিমধ্যেই দর্শনার্থীরা বিভিন্ন রাজ্য থেকে রাম লালাকে দর্শনের জন্যে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস ২২ জানুয়ারি। বোঝাই যাচ্ছে, অযোধ্যার আলোতে আলোকিত হবে গোটা দেশ। এদিকে ভিআইপি গেস্টদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

যেখানে উপস্থিত থাকবেন বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত, চিরঞ্জীবী-সহ একাধিক তারকাদের বাড়িতে গিয়ে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কতৃপক্ষরা আমন্ত্রণ জানিয়ে এসেছেন। গতকাল রণবীর-আলিয়ার বাড়ি গিয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়ে এসেছেন মন্দিরের সাধারণ সম্পাদক চম্পাত রাই। যে ছবিগুলি এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এছাড়াও এখনও শেষ হয়নি অতিথিদের আমন্ত্রণ জানানোর। রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, তামিল সুপারস্টার ধনুশ হলেন সর্বশেষ তারকা, যাঁরা ২২ জানুয়ারি রামমন্দিরের 'প্রান প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷

রণদীপ হুডা-লিন লাইশরাম রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ গ্রহণ করেছেন। রণদীপ নিজেই সোশ্যাল মিডিয়ায় এই কথা শেয়ার করেছেন। এছাড়াও ধনুশ, জ্যাকি শ্রফ এবং টাইগার শ্রফকে ৮ জানুয়ারী আমন্ত্রণ করা হয়েছে। তারা সকলেই অনুষ্ঠানে যোগ দেবেন। জানা গিয়েছে, রাজনীতিবিদ, বলিউড সেলিব্রিটি, ক্রিকেটার, শিল্পপতি এবং আরও অনেক কিছু সহ মন্দির ট্রাস্ট, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের আমন্ত্রিত তালিকায় ৭,০০০ জনেরও বেশি অতিথি রয়েছে৷ এছাড়াও বিখ্যাত টিভি সিরিয়াল 'রামায়ণ'-এ ভগবান রাম এবং দেবী সীতার ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল এবং দীপিকা চিখলিয়াকেও অনুষ্ঠানে যোগ দেবেন

Tags :
DhanushjackieRandeep Hooda
Next Article