OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ডিপফেক ভিডিও নিয়ে এফআইআর দায়ের রণবীর সিংয়ের

শেষে রণবীরকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য লোকদের আহ্বান জানাতে দেখা যায়। ডিপফেক ভাইরাল হওয়ার পরে রণবীর ইনস্টাগ্রামে লেখেন, 'ডিপফেক সে বাঁচো বন্ধু (বন্ধুরা, ডিপফেক থেকে সাবধান)'।
01:30 PM Apr 22, 2024 IST | Sushmitaa

নিজস্ব প্রতিনিধি: ভোট আবহে তারকাদের শান্তি নেই। ভোট প্রচারকে উদ্দেশ্য করে ভাইরাল হয়েছে তারকাদের এক একটা ভুয়ো ভিডিও। যদিও চব্বিশের লোকসভা নির্বাচনে একাধিক তারকা ভোটপ্রার্থী হয়েছেন। কিন্তু তাও শান্তি নেই, যারা রাজনৈতিক বিষয়ে কিছু জানেই না, সেইসব তারকাদেরও নিজেদের স্বার্থে ব্যবহার করছেন বেশকিছু রাজনৈতিক মহল। যাই হোক, লোকসভা নির্বাচনের শুরুর আগেই বলিউডের সুপারস্টার আমার খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে নায়ককে দেখা যায়, কংগ্রেসের সমর্থনে প্রচার চালাচ্ছেন। এই নিয়ে বিতর্ক তুঙ্গে উঠলে, বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, আমির খানের ১ দশক আগের শো 'সত্যমেব জয়তে'-র একটি পর্বকে AI-এর দ্বারা জেনারেট করা হয়েছে। এই নিয়ে আমিরের দল সাইবার ক্রাইম ব্রাঞ্চে রিপোর্টও জানিয়েছেন। শুধু আমির নয়, এমন ঘটনার শিকার হয়েছেন অভিনেতা রণবীর সিংও।

দিন কয়েক আগে মণিশ মালহোত্রার একটি ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন রণবীর সিং। যেটি অনুষ্ঠিত হয় কাশীতে। সেখানে গিয়ে পুজো দেন রণবীর, তাঁর সঙ্গী ছিলেন কৃতি স্যাননও। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই ভিডিওকেই মর্ফ করে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেও দেখা যায়, কাশীতে বসে কংগ্রেসের সমর্থনে ভোট প্রচার করছেন রণবীর। কিন্তু এটাও ভুয়ো। এবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে থানায় FIR দায়ের করলেন রণবীর সিং। যদিও ভিডিওটি একটি সাক্ষাৎকারের। যেখানে তিনি সংবাদ সংস্থা এএনআইকে তার সাম্প্রতিক বারাণসী সফরের অভিজ্ঞতা সম্পর্কে ব্যক্ত করেছিলেন।সেটাকেই AI-এর দ্বারা মর্ফ করা হয়। এবং ডিপফেক ভিডিওতে, রণবীর সিংকে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করতে দেখা যায়। শেষে রণবীরকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য লোকদের আহ্বান জানাতে দেখা যায়। ডিপফেক ভাইরাল হওয়ার পরে রণবীর ইনস্টাগ্রামে লেখেন, "ডিপফেক সে বাঁচো বন্ধু (বন্ধুরা, ডিপফেক থেকে সাবধান)"।

এবার রণবীর সিংয়ের দল এই ভিডিওর বিরুদ্ধে একটি প্রাথমিক এফআইআর দায়ের করল। মামলার তদন্ত চলছে। রণবীরের একজন মুখপাত্র বলেছেন, "হ্যাঁ, আমরা রণবীর সিংয়ের এআই-জেনারেটেড ডিপফেক ভিডিও প্রচারকারী হ্যান্ডেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।" এর আগে, অভিনেতা আমির খানের রাজনৈতিক দলের প্রচার পর্বের ডিপফেক ভিডিও সম্বন্ধে তাঁর মুখপাত্রকে বলতে শোনা যায়, "আমরা স্পষ্ট করতে চাই যে আমির খান তার ৩৫ বছরের ক্যারিয়ারে কখনও কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেননি।" সম্ভবত তারকাদের এই ডিপফেক ভিডিওগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্য কোথাও নির্বাচনে ডিপফেকগুলি ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে।

Tags :
ranveer singh
Next Article