OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

টানা ৫ ম্যাচ হারের লজ্জা এড়ানোর লক্ষ্যে মাঠে নামছেন বিরাটরা

04:25 PM Apr 15, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: চলতি আইপিএলে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হারিয়ে পয়েন্ট তালিকার তলানিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার মধ্যে এক টানা চারটি ম্যাচের হারের মতো লজ্জার রেকর্ড রয়েছে। ওই লজ্জা যাতে আর না বাড়ে সেই লক্ষ্য নিয়েই আজ সোমবার ঘরের মাঠে প্যাট কামিংসের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা।

চলতি আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনিদের কাছে হার স্বীকার করতে হয়েছিল বিরাটদের। পরের ম্যাচে জিতলেও তার পরের চারটি ম্যাচে জয় অধরা থেকে গিয়েছে। দলে একাধিক নামীদামী ব্যাটার থাকলেও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ছাড়া আর কেউ নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি। দলে থাকা বিদেশি খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, উইল জ্যাকসরা চরম ব্যর্থ হয়েছেন। শেষের দিকে নেমে দীনেশ কার্তিক অনেক ক্ষেত্রেই পরিত্রাতা হয়ে আবির্ভূত হচ্ছেন। ব্যাসটারদের পাশাপাশি বেঙ্গালুরুর বোলাররাও প্রতিযোগিতায় এখনও পর্যন্ত তেমনভাবে দাগ কাটতে পারেননি। মোহাম্মদ সিরাজ, রিসি টোপলে, যশ দয়াল, বি বিজয়কুমাররা বিপক্ষের ব্যাটারদের তেমন পরীক্ষায় ফেলতে পারেননি। ফলে আজকের ম্যাচে বেঙ্গালুরুর ব্যাটার ও বোলাররা যদি জ্বলে উঠতে না পারেন তাহলে সানরাইজার্স হায়দরাবাদের মতো শক্তিশালী দলকে হারানো স্বপ্ন হয়েই থাকবে।

উল্টোদিকে সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে। তার মধ্যে তিনটিতে জয়ের সুবাদে পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে। যদিও ট্র্যাভিস হেড, আইডেন মার্করাম, হাইনরিখ ক্লাসেনরা পুরোপুরি ছন্দে নেই। বিক্ষিপ্তভাবে রান করছেন। রাহুল ত্রিপাঠী-ময়াঙ্ক আগরওয়ালরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছেন না। আগের ম্যাচে নীতীশ রেড্ডি ব্যাট হাতে জ্বলে উঠে দলের পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। বল হাতে অধিনায়ক প্যাট কামিংস, টি নটরাজন, শাহবাজ আমেদদের পারফরম্যান্সও তেমন আহামরি নয়। আজকের ম্যাচে মানসিকভাবে বেঙ্গালুরুর চেয়ে খানিকটা এগিয়ে রয়েছেন প্যাট কামিংসরা। তবুও চিন্নাস্বামী স্টেডিয়ামের দর্শকরা সোম রাতে বেঙ্গালুরু ও হায়দরাবাদের ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tags :
IPL 2024M Chinnaswamy StadiumRCB Vs SRH
Next Article