For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

‘ইন্ডিয়া’ জোটেই থাকছে মেহবুবা মুফতির পিডিপি

04:42 PM Feb 19, 2024 IST | Sundeep
‘ইন্ডিয়া’ জোটেই থাকছে মেহবুবা মুফতির পিডিপি
Advertisement

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: এনডিএ’তে সামিল হওয়ার অপপ্রচার খারিজ করে ‘ইন্ডিয়া’ জোটের সঙ্গে থাকার কথা জানাল মেহবুবা মুফতির পিডিপি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে দলের ওই অবস্থানের কথা জানানো হয়েছে। আর উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলের এমন সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Advertisement

গত কয়েকদিন ধরেই বিজেপি দালাল হিসাবে পরিচিত সর্বভারতীয় সংবাদমাধ্যমের একাংশ লাগাতার প্রচার চালাচ্ছে, ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএ-তে সামিল হচ্ছে পিডিপি। এদিনও ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতি গৌতম আদানির মালিকাধীন একটি টিভি চ্যানেলে প্রচার করা হয়েছে, লোকসভা ভোটে ইন্ডিয়া জোটকে জোর ধাক্কা দিয়ে একলা চলোর পথে যাচ্ছে মেহবুবা মুফতির পিডিপি। দলটির মুখপাত্র সুহেল বুখারির মন্তব্য উদ্ধৃত করে ওই দাবি জানিয়েছে ‘বিজেপি পন্থী’ হিসাবে পরিচিত সংবাদমাধ্যমটি। যদিও সুহেল বুখারি কোথাও স্পষ্ট করে আলাদা লড়ার কথা জানাননি। তিনি জানিয়েছেন, যেহেতু ন্যাশনাল কনফারেন্স ‘একলা চলো’র কথা জানিয়েছে তাই পিডিপি এ বিষয়ে কী অবস্থান নেবে তা শিগগিরই চূড়ান্ত হবে।’

Advertisement

বিজেপি দালাল হিসাবে পরিচিত সংবাদমাধ্যমের একাংশ যেভাবে পিডিপির ‘ইন্ডিয়া’ জোট ছাড়ার খবর লাগাতার চালিয়ে বিভ্রান্তি তৈরি করছে তাতে ক্ষুব্ধ দলনেত্রী মেহবুবা মুফতি। তাঁর নির্দেশে ওই অপপ্রচারের বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট জানানো হয়েছে। জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ‘গত কয়েকদিন ধরে পিডিপির ইন্ডিয়া জোট ছাড়া নিয়ে মনগড়া খবর প্রচার করা হচ্ছে। ইন্ডিয়া জোটের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। জোটের ঐক্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ দল। ফলে বিভ্রান্তকর প্রচারে কর্ণপাত করার প্রয়োজন নেই।

'

Advertisement
Tags :
Advertisement