OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

স্বস্তি মিলল না আমজনতার, রেপো রেট ৬.৫ শতাংশই রাখল রিজার্ভ ব্যাঙ্ক

10:12 AM Jun 07, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশের আর্থিক হালের –উন্নতি হয়েছে দাবি করা সত্বেও রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিযা (আরবিআই)। শুক্রবার মুদ্রা নীতি কমিটির বৈঠক শেষে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, জুন-জুলাই দ্বিমাসিকেও রেপো রেট ৬.৫ শতাংশ থাকছে। অর্থা‍ৎ আম জনতাকে বাড়ি-গাড়ি সহ বিভিন্ন ঋণের ক্ষেত্রে পুরনো হারেই মাসিক কিস্তি (ইএমআই) পরিশোধ করতে হবে। ইএমআই পরিশোধের ক্ষেত্রে কোনও বাড়তি সুবিধা মিলছে না।

গত বছরের ফেব্রুয়ারি মাসে .২৫ শতাংশ বেসিক পয়েন্ট বাড়িয়ে রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক) ৬.৫ শতাংশ করার কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রা নীতি কমিটি। তার পরে গত সাত বার রেপো রেট অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করা হয়। গত বুধবার থেকে মুম্বইয়ে শুরু হয়েছিল আরবি্আইয়ের মুদ্রা নীতি কমিটির বৈঠক। ওই বৈঠকে কমিটির চার সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন বলে এদিন জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর।

রেপো রেটের পাশাপাশি রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)-ও অপরিবর্তিত রাখা হয়েছে। রিভার্স রেপো রেট ৩.৫ শতাংশ থাকছে বলে জানিয়েছেন আরবিআই গভর্নর। এছাড়া স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশ, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ৬.৭৫ শতাংশ এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ রাখা হয়েছে। উল্লেখ্য রেপো রেটের উপরেই নির্ভর করে ব্যাঙ্কের গ্রাহকদের ঋণের ইএমআইয়ের হার। রেপো রেট কমলে যেমন বাড়ি-গাড়ির ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের হার কমে যায়, তেমনই রেপো রেট বাড়লে ইএমআইয়ের হার বাড়ে।

Tags :
RBIRepo rateRepo rate to remain unchanged
Next Article