OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

ব্যর্থতার দায়ভার নিয়ে ইজরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের ইস্তফা

05:30 PM Apr 22, 2024 IST | Reshmi Khatun
Courtesy google

আন্তর্জাতিক ডেস্ক :  গত ৭ অক্টোবর ইজরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায়  নিয়ে যখন তুলকালাম তখনই হালিভা তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইজরায়েলি সেনাবাহিনী।হালিভা ছিলেন প্রথম কোনো উচ্চপর্যায়ের ইজরায়েলি কর্মকর্তা। তিনি ইজরায়েলি সামরিক বাহিনীতে ৩৮ বছরের পেশাগত জীবন কাটিয়েছেন। এমনকি পদত্যাগপত্রে তিনি ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নেওয়ার কথা উল্লেখ করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজরায়েলে আকস্মিকভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার ক্ষেত্রে তাঁর নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকে তিনি এই দিনটিকে তাঁর জন্য কলঙ্কিত ভেবে সঙ্গে বয়ে বেড়াচ্ছেন। তিনি দিনের পর দিন, রাতের পর রাত এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। ভয়াবহ এই যন্ত্রণা তিনি আজীবন বয়ে বেড়াবেন কিভাবে। তাই পদত্যাগ পত্র দিয়ে তাঁর এই যন্ত্রণা টা খানিকটা কমাতে চাইছেন তিনি।

পাশাপশি তিনি তাঁর পদত্যাগপত্রে এই হামলার ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিচার চেয়েছেন। জানা গেছে নিয়ম অনুসারেই পদত্যাগ করবেন তিনি। সমস্ত পেশাগত প্রক্রিয়া মেনে উত্তরসূরি হবে। তারপরই তিনি তাঁর দায়িত্ব ছেড়ে দিয়ে অবসরে যাবেন।

ইজরায়েলের সরকারি তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, হামাসের ওই হামলায় ১ হাজার ১৭০ জন নিহত হয়েছে। যদিও থেমে থাকেন নি ইজরায়েল। পাল্টা জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করেছিল ইজরায়েল।

শুধু তাই নয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, চলমান ইজরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। যাদের অধিকাংশই ছিল নারী এবং শিশু।

Tags :
GazaIsrael-Hamas warisreal
Next Article