For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

টিআরপির তালিকায় জায়গা ফিরে পেল 'অনুরাগের ছোঁয়া', বাকিরা কে কোথায়?

এ দিকে চলতি সপ্তাহে সিংহভাগ সিরিয়ালের নম্বর কমেছে। আসলে লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই সিরিয়ালের রেটিং কমছে। কেউ কেউ বলছে, নির্বাচনী হাওয়ার কারণেই TRP-র রেটিং কমছে।
04:26 PM Mar 14, 2024 IST | Sushmitaa
টিআরপির তালিকায় জায়গা ফিরে পেল  অনুরাগের ছোঁয়া   বাকিরা কে কোথায়
Advertisement

নিজস্ব প্রতিনিধি: হিসেব অনুযায়ী, আজ বৃহস্পতিবার। আর সপ্তাহের চতুর্থ দিনটি এলেই যেন টলিপাড়ার সিরিয়াল নির্মাতাদের বুকে ধুকপুকানি শুরু হয়। কারণ টিআরপির দশের বাইরে দীর্ঘদিন যে সিরিয়ালের নাম থাকবে, তার আয়ু প্রায় শেষের পর্যায়ে ধরে নিতেই হবে। আর টিআরপির কোপে পড়েই বিদায় জানাতে হয়েছে অনেক সিরিয়ালকে। কেউ কেউ ৭০ দিন রাজত্ব করে বিদায় জানিয়েছে, আবার কেউ ৩ মাস, ৭ মাস, টেনেটুনে ১ বছর পার করে বিদায় জানিয়েছে অসংখ্য ধারাবাহিক। কোনও কোনও সময়ে একঘেয়ে কাহিনীর দরুণ দর্শক মুখে ফিরিয়ে নেয়, আবার কোনও কোনও ধারাবাহিক চরম ট্রোলিংয়ের কারণে তড়িঘড়ি বন্ধ করতে হয় সেই সিরিয়াল। এছাড়া প্রোডাকশন হাউসের মধ্যে ঝামেলা তো আছেই।

Advertisement

যাই হোক, বিগত কয়েক মাস ধরে টিআরপি তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছিল জি বাংলার ‘জগদ্ধাত্রী’। কিন্তু গত সপ্তাহেই নিম ফুলের মধুকে জায়গা ছেড়ে দিতে হয় সেই ধারাবাহিককে। এ দিকে চলতি সপ্তাহে সিংহভাগ সিরিয়ালের নম্বর কমেছে। আসলে লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই সিরিয়ালের রেটিং কমছে। কেউ কেউ বলছে, নির্বাচনী হাওয়ার কারণেই TRP-র রেটিং কমছে। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও তালিকায় শীর্ষে রয়েছে ‘নিম ফুলের মধু’। দ্বিতীয় হয়েছে ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘গীতা এল.এল.বি’। পঞ্চম স্থানে রয়েছে ‘কথা’। আবার সম্প্রতি শুরু হওয়া ‘বঁধুয়া’ সিরিয়ালটি কে টিআরপির তালিকায় ‘সন্ধ্যাতারা’র সঙ্গে জায়গা ভাগ করে নিতে হয়েছে। চলুন এক ঝলকে দেখে নিন, এ সপ্তাহে বাকিরা কে কোথায় দাঁড়িয়ে আছে.....

Advertisement

টিআরপির তালিকা.....

প্রথম: নিমফুলের মধু (জি বাংলা) ৮.৩

দ্বিতীয়: জগদ্বাত্ৰী (জি বাংলা) ৮.২

তৃতীয়: ফুলকি (জি বাংলা) ৮.০

চতুর্থ: গীতা এল.এল.বি (স্টার জলসা) ৭.৯

পঞ্চম: কথা (স্টার জলসা) ৭.৩

ষষ্ঠ: কোন গোপনে মন এসেছে (জি বাংলা) ৭.২

সপ্তম: কার কাছে কই মনের কথা (জি বাংলা) ৬.৫

অষ্টম: অনুরাগের ছোঁয়া (স্টার জলসা) ৬.৩

নবম: সন্ধ্যাতারা/বঁধুয়া (স্টার জলসা) ৬.৩

দশম: আলোর কোলে (জি বাংলা) ৫.৭

একদশ: জল থই থই ভালবাসা (স্টার জলসা) ৫.৫

দ্বাদশ: তুমি আশেপাশে থাকলে স্টার জলসা ৫.৪,লভ বিয়ে আজকাল স্টার জলসা ৫.৪

ত্রয়োদশ তোমাদের রাণী স্টার জলসা ৫.২

Advertisement
Tags :
Advertisement