For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

IPL-এর মরশুমে সিরিয়াল মহলে খারাপ অবস্থা! সিংহাসনে বসল কে?

এদিকে দিন দশেক জুড়ে শুরু হয়েছে IPL। আর IPL-এর মরশুমে বাংলা সিরিয়ালগুলির TRP তে যে ধস নামে, তা বলাই বাহুল্য!
05:28 PM Apr 04, 2024 IST | Sushmitaa
ipl এর মরশুমে সিরিয়াল মহলে খারাপ অবস্থা  সিংহাসনে বসল কে
Advertisement

নিজস্ব প্রতিনিধি: চলছে IPL। আর এই মরসুমে গৃহকর্তার জ্বালায় হাতে গুনে হয়তো কেউ কেউ বাংলা সিরিয়াল দেখার সুযোগ পাচ্ছেন। কারণ IPL মরসুমে টিভির রিমোটের দখল থাকে বাড়ির পুরুষদের হাতেই। যদিও এখন সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। তাই টিভি নিয়ে যুদ্ধ করার ফুরসত নেই কারুরই। মোবাইলেই দেখা যায় সিরিয়াল, মুভি থেকে খেলা সবকিছু। কিন্তু তাও IPL মরসুমে টিআরপিতে একটু ধস নামবেই। আজ বৃহস্পতিবার। প্রতি সপ্তাহের এই দিনটাকেই বেছে নেওয়া হয় TRP-র তালিকা প্রকাশের জন্যে। তাই টেনশনে থাকে প্রতিটি সিরিয়ালের টিম এবং ভক্তরা।

Advertisement

কেননা টিআরপির রেজাল্ট খারাপ হলেই বিদায়ের ঘন্টা বেজে যায় সিরিয়ালগুলির। এদিকে দিন দশেক জুড়ে শুরু হয়েছে IPL। আর IPL-এর মরশুমে বাংলা সিরিয়ালগুলির TRP তে যে ধস নামে, তা বলাই বাহুল্য! এবারও তার ব্যতিক্রম হলনা। প্রথম স্থানাধিকারি সিরিয়ালের নম্বর মাত্র ৭.৮। যেখানে সাধারণত ৯ নম্বর-এর ঘরে থাকে প্রথম স্থানাধিকারি সিরিয়ালের। যাই হোক, বিগত দু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে ‘ফুলকি’। আর তার পেছনেই রয়েছে জি বাংলার আরও দুই সিরিয়াল ‘নিম ফুলের মধু’ এবং ‘জগদ্ধাত্রী’। তবে এবার সব হিসেব উলট-পালট হয়ে গেল! দোলে স্পেশাল পর্ব দেখিয়েই বাজিমাত করল ‘নিম ফুলের মধু’।

Advertisement

বাকিরা কে কোথায়, চটজলদি দেখে নিন....

প্রথম: নিম ফুলের মধু জি বাংলা ৭.৮
দ্বিতীয়: ফুলকি জি বাংলা ৭.৬
তৃতীয়: জগদ্ধাত্রী জি বাংলা ৭.৩
চতুর্থ: গীতা এলএলবি স্টার জলসা ৬.৯
পঞ্চম: কোন গোপনে মন ভেসেছে জি বাংলা ৬.৫
ষষ্ঠ: কথা স্টার জলসা ৬.৩
সপ্তম: অনুরাগের ছোঁয়া জি বাংলা এবং কার কাছে কই মনের কথা স্টার জলসা ৫.৫
অষ্টম: বধূয়া স্টার জলসা ৫.১
নবম: জল থই থই ভালোবাসা স্টার জলসা এবং আলোক কোলে জি বাংলা ৫.০
দশম: মিঠিঝোড়া জি বাংলা ৪.৭

Advertisement
Tags :
Advertisement