OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

আইপিলের নিলামে নাম নেই কেন, খোলসা করলেন সাকিব

12:56 AM Dec 12, 2023 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজের পাশাপাশি ভোটের ময়দানেও নেমেছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান। শাসক দল আওয়ামী লীগের জার্সি গায়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করছেন। একতরফা এবং বিরোধী শূন্য নির্বাচনে তাঁর সংসদ হওয়া সময়ের অপেক্ষা। সাংসদ হওয়ার পরে নিজের নির্বাচনী এলাকাতেই বেশি সময় দিতে হবে ধরে নিয়ে ক্রিকেট পরিসর সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা বন্ধ করে দিয়ে শুধু জাতীয় দলের হয়েই খেলতে চান বাংলাদেশের তারকা ক্রিকেটার।

রবিবারই আগামী বছরের আইপিএলের জন্য নিলামে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ওই তালিকাতে নাম নেই সাকিবের। গত বছরও আইপিএলের নিলাম তালিকায় নাম ছিল তাঁর। যদিও প্রথম নিলামের আসরে কোনও দলই তাঁকে কেনার বিষয়ে বিশেষ আগ্রহ দেখায়নি। পরে অবশ্য দলে নিয়েছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু জটিলতার কারণে আইপিএলের মাঝপথ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাকিব।

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্চেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। রবিবার সেখানে এক অনুষ্ঠানে নিজের ক্রিকেট ভবিষ্যত নিয়ে বড়সড় ইঙ্গিত দিয়েছেন সাকিব। জানিয়েছেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে যতটা সম্ভব স্যাক্রিফাইজ করতে চাইছেন। পরিবর্তে জাতীয় দলের হয়ে খেলার দিকেই বেশি মন দিতে চাইছেন।’ তাঁর কথায়, ‘আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করাইনি। স্বাভাবিকভাবে আমার জন্য উইন্ডো খোলা হবে। পিএসএলে যখন আমার ম্যানেজার নাম দিয়েছিল আমি তাকে বলেছি নাম তুলে নিতে। তাই পিএসএলেও আমার নাম নেই। আমার যেটা পরিকল্পনা বেশিরভাগ সময়… আসলে বেশিরভাগ সময় নয়, পুরোটা সময় যেন জাতীয় দলকে দিতে পারি। আগে যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতাম সেগুলো আমি স্যাক্রিফাইজ করব।’

জাতীয় দলের হয়ে টি টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট-তিন ফরম্যাটেই খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছাও ব্যক্ত করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘তিনটে ফরম্যাটে খেলছি। আশা করছি তিন ফরম্যাটে কন্টিনিউ করতে পারব। ইচ্ছা আছে আরও অনেকদিনই ক্রিকেট খেলে যাওয়া।’

 

Tags :
IPL 2024 auctionshakib al hasan
Next Article