For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

ঋতুপর্ণার কোল আলো করে এল পুত্রসন্তান, বাবা হলেন গায়ক ইমন চট্টোপাধ্যায়

দোলের দিন দুপুরে সন্তানের সঙ্গে তাঁর স্ত্রীর হাতের একটি ছবি পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ইমন৷
09:49 AM Mar 26, 2024 IST | Sushmitaa
ঋতুপর্ণার কোল আলো করে এল পুত্রসন্তান  বাবা হলেন গায়ক ইমন চট্টোপাধ্যায়
Advertisement

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর। বাবা হলেন টলিউডের মিষ্টি গায়ক ইমন চট্টোপাধ্যায়। খুশির খবর নিজেই শেয়ার করলেন গায়ক। তবে তাঁর পুত্রসন্তান না কন্যাসন্তান হল ইমন চট্টোপাধ্যায়ের? ছেলের বাবা হলেন গায়ক। দোলের শুভ মহরতেই নিজের জীবনের বিরাট সুখবরটি জানালেন গায়ক৷ গোটা টলিপাড়া যখন রঙের উৎসবে মাতোয়ারা ঠিক তখনই ইমনের জীবন খুশির রঙে রাঙিয়ে তাঁর পরিবারে এল নয়া সদস্য৷ বাবা হলেন ইমন। সারেগামাপা, ইন্ডিয়ান আইডলের সুবাদে ভারতীয় সঙ্গীতশিল্পে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন ইমন। বাংলার পাশাপাশি হিন্দি অ্যালবামেও গান গেয়েছেন পশ্চিমবঙ্গের খড়দার এই বাসিন্দা। সঙ্গীতমহলে সে ক্ষুদে সোনু নিগম নামেই পরিচিত।

Advertisement

হ্যাঁ, ভারতের জনপ্রিয় প্লেব্যাক গায়ক সোনু নিগমের মতোই তাঁর কন্ঠের সুর। একবার ইমন নিজেই জানিয়েছিলেন, সোনু নিগমের বিরাট ভক্ত তিনি। তাঁকে আইডল মানেন। ব্যক্তিগত জীবনে ভালবেসেই বিয়ে করেছেন তিনি স্ত্রী ঋতুপর্ণা কে। বিয়ের অনেকগুলি বছর পর সন্তানের মুখ দেখলেন ইমন। তবে ছেলে হল না মেয়ে, তাঁর ঘর আলো করে কে এল তা ছবির ক্যাপশনে জানিয়েছেন তিনি। দোলের দিন দুপুরে সন্তানের সঙ্গে তাঁর স্ত্রীর হাতের একটি ছবি পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন ইমন৷ ছবিতে দেখা যাচ্ছে, তাঁর হাতের উপর স্ত্রী ঋতুপর্ণার হাত এবং সবার উপর ছোট্ট খুদের মুঠোকরা হাতের ছবি৷ ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

Advertisement

ইমন একরত্তির ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের জীবন আরও উজ্জ্বল হয়ে গিয়েছে, কারণ আমাদের পরিবারে ছোট্ট ঈশ্বরের দূতের আগমন হয়েছে। আমাদের ছেলে হয়েছে। তাই আমরা মহাবিশ্বকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদান্তে ইমন এবং ঋতুপর্ণা।’ সঙ্গে ক্যাপশনে গায়ক জুড়ে দেন- ‘এই দোলে ঈশ্বর আমাদের শ্রেষ্ঠ রং উপহার দিলেন৷ শুভ দোলযাত্রা সকলকে৷’ তবে পুত্রসন্তানের বাবা হওয়ার সুখবরটি গায়ক গতকালই জানালেও তিনি বাবা হয়েছেন ১১ মার্চ। এই মূহুর্তে ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন গায়ক।

Advertisement
Tags :
Advertisement