For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

মানিকচকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডোবাতে, মৃত দুটি ছাগল

04:38 PM Nov 14, 2023 IST | Subrata Roy
মানিকচকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ডোবাতে  মৃত দুটি ছাগল
Advertisement

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে ডোবাতে উল্টে গেল একটি থার গাড়ি। ঘটনাটি ঘটে মানিকচকের বাঁকিপুর এলাকায়। দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থল থেকে পলাতক গাড়ির চালক। ঘটনা সম্পর্কে জানা গেছে, মঙ্গলবার দুপুর নাগাদ মালদা মানিকচক(Manickchak) রাজ্য সড়ক ধরে দ্রুত গতিতে একটি থারগাড়ি মানিকচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পরপর দুটি ছাগলকে ধাক্কা মেরে রাজ্য সরকারের ধারে থাকা ডোবাতে উল্টে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই দুটি ছাগলের (Goat)মৃত্যু হয়। যদিও গাড়ি চালক ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। জানা গেছে, গাড়িতে একাই ছিলেন গাড়ি চালক। হতাহতের কোন খবর নেই। তবে ছাগল দুটি' র মৃত্যু হয়েছে।

Advertisement

এদিকে ১৪' ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের বেসরকারি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রের উদ্যোগে এক সচেতনতামূলক র‍্যালি ইংরেজবাজার শহর জুড়ে মঙ্গলবার সকালে বের হয়। এই সচেতনতামূলক র‍্যালিতে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হসপিটালের মেডিসিন বিভাগের সর্ব প্রধান চিকিৎসক অভিজিৎ সাহা(Dr. Avijit Saha) ও আরও অন্যান্য চিকিৎসকরা।

Advertisement

শহরের কৃষ্ণ পল্লী থেকে এই র‍্যালি বের হয়। কেজি সেন্ট্রাল রোড, হ্যান্টা কালী বাড়ি , ফোয়ারা মোড়,রাজ হোটেল মোড় জুড়ে সচেতনতা মূলক র‍্যালি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সর্ব প্রধান চিকিৎসক অভিজিৎ সাহা জানান, আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। সারা ভারতবর্ষ ব্যাপী আজকের এই দিনটা আমরা পালন করছি। জনসংখ্যার নিরিখে ডায়াবেটিসে আমাদের দেশ বৃহত্তম। ডায়াবেটিস রুখতে মানুষকে সচেতন হতে হবে।

Advertisement
Tags :
Advertisement