OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

কোহলিকে নিয়ে জয় শাহের কাছে বায়না রোহিতের

04:30 PM Mar 17, 2024 IST | Mainak Das

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের জুন মাসে শুরু হতে চলেছে টি ২০ বিশ্বকাপ। সেই বিশ্বকাপে রোহিত শর্মা নাকি বিরাট কোহলিকে রাখতে চান। সেই কথা তিনি নাকি বিসিসিআই সচিব জয় শাহকেও বলেছেন। সম্প্রতি বিশ্বকাপজয়ী ভারতের ক্রিকেটের ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদের করা টুইটে সেই প্রসঙ্গই উঠে এসেছে।

রবিবার কীর্তি আজাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। কীর্তি আজাদ তাঁর করা পোস্টে লিখেছেন, রোহিত শর্মা কেন বিরাট কোহলিকে রাখার বিষয়ে বিসিসিআইয়ের প্রধান সচিব জয় শাহকে জানাবেন। জয় শাহ তো প্রধান নির্বাচক নন। প্রধান নির্বাচক হিসাবে অজিত আগরকারের তো উচিত অন্যান্য নির্বাচকদের সঙ্গে কথা বলা। অজিত আগরকরেরই অন্যান্য নির্বাচকদের বোঝানো উচিত, বিরাট কোহলিকে যেন টি ২০ দলে না নেওয়া হয়। একইসঙ্গে কীর্তি আজাদ দাবি করেছেন, আগরকারকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল এই বিষয়ে অন্য নির্বাচকদের বোঝানোর জন্য। কিন্তু কোহলিকে বাদ দিয়ে দল গঠনের বিষয়টি মেনে নিতে পারেননি আগরকর। সেইসঙ্গে অন্য নির্বাচকরাও তার সায় দেয়নি।

সূত্রের খবর, বিসিসিআই কর্তাদের একাংশ মনে করছেন, ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির উইকেট বিরাট কোহলির পক্ষে মানিয়ে নেওয়া কষ্ট হবে। ইতিমধ্যে অবশ্য বিসিসিআই কর্তাদের সঙ্গে সংঘাতে জড়াতে দেখা গিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। যদিও এই বিষয়ে এখনও কোনও সমাধানসূত্র বের হয়নি। উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে শেষ বার টি ২০ ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি। গত ১৪ মাস পর টি ২০ ক্রিকেট খেলতে এসেছিলেন কোহলি। ২০২৩ সাল কোহলির জন্য বিশেষ উল্লেখযোগ্য ছিল। ২০২৩ সালে ৩৫টি ম্যাচ খেলে ২০৪৮ রান করেন কোহলি। এর মধ্যে ৮টি শতরান ও ১০টি অর্ধশতরান রয়েছে।

Tags :
cricketJoy ShahRohit sharmaT20Virat Kohli
Next Article