OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা হাতিয়েছে আয়কর দফতর, বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

07:45 PM Feb 21, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি জমানায় আয়কর দফতর বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে চলছে বিরোধী দলগুলি। এবার নির্মলা সীতারমনের অধীনস্ত আয়কর দফতরের বিরুদ্ধে দলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুললেন কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন। শুধু তাই নয়, কোন-কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ওই টাকা হাতানো হয়েছে তার তালিকাও তুলে দিয়েছেন তিনি। বেআইনিভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে অবশ্য আয়কর দফতরের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে কংগ্রেস কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেছেন, মঙ্গলবার কংগ্রেস, যুব কংগ্রেস ও দলের ছাত্র সংগঠনের অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা নিজেদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছে আয়কর দফতর। তার মধ্যে কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৬০.২৫ কোটি টাকা এবং যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের অ্যাকাউন্ট থেকে ৫ কোটি টাকা সরিয়ে নিয়েছে। অথচ কোনও রাজনৈতিক দল আয়কর দেয় না। বিজেপির কাছ থেকে কোনও আয়কর নেওয়া হয় না। কিন্তু কংগ্রেসের কাছ থেকে আয়কর দফতর কর আদায় করছে। বিষয়টি আয়কর আদালতের গোচরে আনা হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি ২১০ কোটি টাকা কর বকেয়া রয়েছে জানিয়ে কংগ্রেসকে নোটিশ পাঠানোর পাশাপাশি দেশের প্রাক্তন শাসকদলের ব্যাঙ্ক অ্যাকাউন্টও জব্দ করে দিয়েছিল আয়কর দফতর। ওই পদক্ষেপের বিরুদ্ধে আয়কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের (আইট্যাট) দ্বারস্থ হয় কংগ্রেস। শেষ পর্যন্ত আইট্যাটের নির্দেশে কংগ্রেসের অ্যাকাউন্ট চালু করা হয়। এবার ওই অ্যাকাউন্ট থেকে গায়ের জোরে টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল আয়কর দফতরের বিরুদ্ধে।

Tags :
congressIncome Tax Department.
Next Article