For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক না করেই গোরখপুর ছাড়লেন ভাগবত

09:29 PM Jun 17, 2024 IST | Sundeep
যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক না করেই গোরখপুর ছাড়লেন ভাগবত
Advertisement

নিজস্ব প্রতিনিধি, গোরখপুর: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বহুল চর্চিত বৈঠক হল না। সোমবার গোরখপুর ছেড়ে দিল্লি চলে গিয়েছেন সঙ্ঘ প্রধান। কেন ওই বৈঠক হল না, তা নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে। সঙ্ঘ কিংবা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের  তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সঙ্ঘের এক পদাধিকারী জানিয়েছেন, ‘লোকসভা ভোটে লজ্জাজনক ভরাডুবির পরে বিজেপি নেতাদের একাংশ যেভাবে সঙ্ঘের বিরুদ্ধে নানা মন্তব্য করে চলেছেন তাতে বেজায় ক্ষুব্ধ সরসঙ্ঘচালক মোহন ভাগবত।’

Advertisement

লোকসভা ভোটের ফলাফলের পরেই গোরখপুরের মণিরামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবকদের এক প্রশিক্ষণ শিবির বসেছিল। ওই শিবিরে যোগ দিতে গোরখপুরে এসেছিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। গোরখপুর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের খাসতালুক হিসাবেই পরিচিত। জল্পনা চলছিল, রাম রাজ্যে লোকসভা ভোটে পদ্ম শিবিরের ফলাফল নিয়ে দু’জনের মধ্যে কথা হতে পারে। প্রথমে শোনা যাচ্ছিল শুক্রবার কিংবা শনিবার ভাগবত-আদিত্যনাথের বৈঠক হতে পারে। যদিও শেষ পর্যন্ত ওই বৈঠক হয়নি।

Advertisement

সূত্রের খবর, সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে বারাণসী থেকে গোরখপুরে ফেরার পরেই দু’বার ভাগবতের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু সেই আর্জিতে সাড়া দেননি সরসঙ্ঘচালক। তবে সঙ্ঘের তরফে এক পদাধিকারী জানিয়েছেন, ভাগবতের কর্মসূচি অনেক আগেই চূড়ান্ত হয়েছিল। সেই কর্মসূচিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়টি ছিল না। তাই যোগী আদিত্যনাথকে দেখা করার সময় দেননি সরসঙ্ঘচালক। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথকে সরসঙ্ঘচালকের সময় না দেওয়া যথেষ্টই ইঙ্গিতবহ।  

Advertisement
Tags :
Advertisement