OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

যুদ্ধের মাঝেই রাশিয়ায় শুরু প্রেসিডেন্ট নির্বাচন

11:02 AM Mar 15, 2024 IST | Srijita Mallick

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ পর্ব। রাশিয়ার সর্বত্র জনগণ আগামী ছয় বছরের জন্য তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিতে শুরু করেছে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভ্লাদিস্লাভ দাভানকভ, রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, লিওনিদ স্লুটস্কি এবং নিকোলাই খারিতোনভ।

নিউ পিপলস পার্টি ভ্লাদিস্লাভ দাভানকভকে মনোনয়ন দিয়েছে, পুতিন স্ব-মনোনীত প্রার্থী। এলডিপিআর পার্টির লিওনিদ স্লুতস্কি এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভও প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রেসিডেন্ট নির্বাচনের একেবারে শুরুতেই রাশিয়ার শীর্ষ রাষ্ট্রীয় পদের জন্য নয়জন প্রতিদ্বন্দ্বী ও ২৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই শুক্রবার সকাল আটটায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোট আরম্ভের মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়ে গিয়েছে।

এবারই প্রথম রাশিয়ায় তিন দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৯৪ হাজারের বেশি ভোটকেন্দ্র খোলা থাকবে। জনগণ বৈদ্যুতিন পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদান করতে পারবে। রাশিয়ার এই নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ২৩ লাখ। প্রবাসী ১৯ লাখ ভোটার নির্বাচনে ভোট দিতে পারবেন।   দীর্ঘ চার মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন পুতিন। তিনি ২০০০, ২০০৪, ২০১২ ও ২০১৮ সালে প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন ।

উল্লেখ্য, দীর্ঘ দিন চলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ।আর এই যুদ্ধে হু হু করে বাড়ছে ইউক্রেনে নিহতের সংখ্যা। এই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নির্বাচনকে একটি ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছে ইউক্রেন। জানা গিয়েছে ভোট শুরুর আগে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে।  

Tags :
RussiaRussia presidential electionsValdimir Putin
Next Article