OthersWeb Stories
খেলা | অন্যান্যক্রিকেটফুটবল
ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ
বিনোদন | ধারাবাহিকটলিউডবলিউডহলিউড
শিক্ষা - কর্মসংস্থান
শারদোৎসব | মহালয়াবনেদিবাড়ির পুজোপুজো ভ্রমণপুজো বাজারতাহাদের কথাতারাদের পুজোগ্রামবাংলার পুজোআজকের দশভূজা
লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না
রাজ্য | হুগলিহাওড়ামুর্শিদাবাদমালদহবীরভূমবাঁকুড়াপূর্ব মেদিনীপুরপূর্ব বর্ধমানপুরুলিয়াপশ্চিম মেদিনীপুরপশ্চিম বর্ধমাননদিয়াদার্জিলিংদক্ষিণ দিনাজপুরদক্ষিণ চব্বিশ পরগনাঝাড়গ্রামজলপাইগুড়িকোচবিহারকালিম্পংউত্তর দিনাজপুরউত্তর চব্বিশ পরগনাআলিপুরদুয়ার
বিবিধ | আনন্দময়ী
আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর

পঞ্জাবে ৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা শিরোমণি অকালি দলের

04:40 PM Apr 13, 2024 IST | Sundeep

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: আসন্ন লোকসভা ভোটের জন্য পঞ্জাবের সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করল শিরোমণি অকালি দল। প্রথম দফায় মূলত দলের প্রবীণ এবং দাপুটে নেতাদের নামই ঘোষণা করা হয়েছে। তবে প্রকাশিত তালিকায় নাম নেই ভাতিন্ডা কেন্দ্রের। গত নির্বাচনে ভাতিন্ডা থেকে জয়ী হয়েছিলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলের স্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কাউর বাদলের।

আগামী ১ জুন শেষ দফাতেই পঞ্জাবের ১৩ লোকসভা আসনে ভোট। গতবার রাজ্যে লোকসভা ভোটে মুখ থুবড়ে পড়েছিল শিরোমণি অকালি দল। বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়ে ১৩ আসনের মধ্যে মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল। ভাতিন্ডা থেকে জিতেছিলেন হরসিমরত কাউর বাদল। আর ফিরোজপুর থেকে সুখবীর সিং বাদল। যদিও বিতর্কিত কৃষক আইন নিয়ে বিজেপির সঙ্গে মনমালিন্যের কারণে এনডিএ’র সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছিল শিরোমণি অকালি দল। মোদির মন্ত্রিসভা ছেড়েছিলেন হরসিমরত কাউর বাদল। এবারে জল্পনা শুরু হয়েছিল, ফের হাত মেলাতে পারে দুই দল। যদিও তা বাস্তবে রূপ নেয়নি।

শনিবার শিরোমণি অকালি দলের তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে পঞ্জাবের সাত আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে আনন্দপুর সাহিব থেকে লড়বেন প্রেম সিং চান্দুমাজরা। গুরুদাসপুর থেকে লড়ছেন দলজি‍ৎ সিং চিমা। প্রাক্তন বিধায়ক এন কে শর্মাকে দাঁড় করানো হয়েছে পাতিয়ালায়। অমৃতসরে প্রার্থী হয়েছেন প্রাক্তন মন্ত্রী অনিল জোশি। ফতেগড় সাহিব থেকে লড়ছেন বিক্রমজি‍ৎ সিং খালসা। দলের আর এক দাপুটে নেতা রাজবিন্দর সিং ফরিদকোটে এবং ইকবাল সিং ঝুন্ডা সাংগ্রুরে দাঁড়িয়েছেন। বাকি ছয় আসনে কবে প্রার্থী ঘোষণা করা হবে, তা নিয়ে দলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Tags :
Lok Sabha ElectionLok Sabha Election 2024:SAD announces first list of 7 candidatesShiromani Akali DalSukhbir Singh Badal
Next Article