For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

OpenAI-র CEO পদে ফিরছেন না স্যাম অল্টম্যান

12:31 PM Nov 20, 2023 IST | Sundeep
openai র ceo পদে ফিরছেন না স্যাম অল্টম্যান
Advertisement

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অপমানের অন্ন খেতে নারাজ তিনি। কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ের সিইও পদে ফিরতে অস্বীকার করলেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান। ওপেনএআইয়ের পরিচালকদের তিনি জানিয়ে দিয়েছেন, ‘যেভাবে তাঁকে অপমান করা হয়েছে, তা ভুলবেন না তিনি।’ আর অল্টম্যান সিইও পদে ফিরতে অস্বীকার করায় ওপেনএআইয়ের অন্তর্বর্তী সিইও পদে নিয়োগ করা হয়েছে টুইটচের প্রাক্তন প্রধান এমেট শিয়ারকে।

Advertisement

 গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার তরফে জানানো হয়, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা হারিয়েছেন ওপেনএআইয়ের পরিচালকরা। সেই কারণেই তাঁকে সিইও পদ থেকে ছাঁটাই করা হয়েছে। অল্টম্যানের জায়গায় দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয় মিরা মুরাটি। শিগগিরই সংস্থায় নতুন সিইও নিয়োগ দেওয়া হবে। স্যাম অল্টম্যানকে বরখাস্তের ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও বরখাস্ত হওয়ার পরেও ওপেনএআইয়ের পরিচালকদের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য করেননি অল্টম্যান। উল্টে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।’

Advertisement

চ্যাটজিপিটির উদ্ভাবককে এভাবে ছাঁটাই করা মানতে পারেননি অনেকেই। তার মধ্যে উল্লেখযোগ্য ওপেনআইয়ের অন্যতম বিনিয়োগকারী থ্রাইভ ক্যাপিটাল। শেয়ারগ্রহীতাদের চাপের মুখে ফের সংস্থার সিইও পদে যোগ দেওয়ার জন্য চ্যাটজিপিটির স্রষ্টাকে অনুরোধ জানিয়েছিলেন ওপেনএআই পরিচালকরা। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি অল্টম্যান।  

Advertisement
Tags :
Advertisement