For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

উত্তরপ্রদেশে লোকসভা ভোটে ৬৫ আসনে লড়বে সপা

03:25 PM Nov 02, 2023 IST | Sundeep
উত্তরপ্রদেশে লোকসভা ভোটে ৬৫ আসনে লড়বে সপা
Advertisement

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘ইন্ডিয়া’ জোটের আসনরফা চূড়ান্ত হওয়ার আগেই লোকসভা ভোটে উত্তরপ্রদেশে ৬৫ আসনে প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। বাকি ১৫টি আসন ছেড়ে দেওয়া হবে কংগ্রেস, রাষ্ট্রীয় লোকদল-সহ ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির এক শীর্ষ নেতা এ খবর জানিয়ে বলেছেন, ‘যে ৬৫ আসনে লড়া হবে, সেখানকার সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে।’ যদিও কংগ্রেস সমাজবাদী পার্টির শর্ত মানবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement

জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরেই একটি কথা প্রচলিত, উত্তরপ্রদেশ যার, দিল্লির গদিও তার। ২০১৯ সালের লোকসভা ভোটে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বার আসীনের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল উত্তরপ্রদেশ। রাজ্যের ৮০টি আসনের মধ্যে বিজেপি একাই জয়ী হয়েছিল ৬২টি আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ১টি আসন। সমাজবাদী পার্টি ৫টি এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টি ১০টি এবং অন্যান্যরা ২টি আসনে জয়ী হয়েছিল।

Advertisement

আগামী লোকসভা ভোটে দেশের সর্ব বৃহত্তম রাজ্যে বিজেপির জয়রথ রুখতে ইতিমধ্যেই ‘ইন্ডিয়া’ জোটে সামিল হয়েছে সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল। তাছাড়া অপনা দলের একাংশ-সহ আরও কয়েকটি ছোট দলও সামিল হয়েছে। ফলে ৮০ আসনে লড়াইয়ের ক্ষেত্রে সূত্র কী হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সঙ্গে সমাজবাদী পার্টির টানাপোড়েন চলছে। মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে কংগ্রেস কোনও আসন না ছাড়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন সপা সুপ্রিমো অখিলেশ যাদব। যদিও সোমবার বিদ্রোহ শেষে তিনি জানিয়ে দিয়েছেন, ‘ইন্ডিয়া জোটের শরিক হিসেবেই লোকসভা ভোটে লড়বে সমাজবাদী পার্টি।’  

Advertisement
Tags :
Advertisement