For the best experience, open
https://m.eimuhurte.com
on your mobile browser.
OthersWeb Stories খেলা ছবিঘরতৃণমূলে ফিরলেন অর্জুন সিংবাংলাদেশপ্রযুক্তি-বাণিজ্যদেশকলকাতাকৃষিকাজ বিনোদন শিক্ষা - কর্মসংস্থান শারদোৎসব লাইফস্টাইলরাশিফলরান্নাবান্না রাজ্য বিবিধ আন্তর্জাতিককরোনাএকুশে জুলাইআলোকপাতঅন্য খবর
Advertisement

রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হচ্ছেন না অখিলেশ

02:03 PM Feb 19, 2024 IST | Sundeep
রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হচ্ছেন না অখিলেশ
Advertisement

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘ইন্ডিয়া’ জোটের অন্দরে যে অল ইজ নট ওয়েল, তা ফের একবার প্রমাণ হল। আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের গড়িমসিতে ক্ষুব্ধ হয়ে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব।

Advertisement

সোমবারই প্রাক্তন কংগ্রেস সভাপতির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ উত্তরপ্রদেশের অমেথিতে প্রবেশ করেছে। অমেথি ঘুরে রায়বরেলিতে পৌঁছবেন রাহুল। প্রথমে সপা সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়েছিলেন, ‘রায়বরেলিতেই রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় সামিল হবেন তিনি।’ কিন্তু এদিন সকালে আচমকাই ডিগবাজি খেয়ে মুলায়ম পুত্র জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাহুল গান্ধির কর্মসূচিতে যোগ দেবেন না তিনি। সপা সুপ্রিমোর এমন জেদে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। যদিও অখিলেশের সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Advertisement

দেশের বৃহত্তম রাজ্য তথা দিল্লিতে ক্ষমতা দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ২০১৯ সালে মাত্র একটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। রায়বরেলি থেকে জিতেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি। নিজেদের গড় হিসাবে পরিচিত অমেথিতে হেরে গিয়েছিলেন খোদ রাহুল গান্ধি। পাঁচ বছর আগে মাত্র একটি আসনে জেতা কংগ্রেসের পক্ষ থেকে এবার সপার সঙ্গে জোট বাঁধার শত হিসেবে ২৪টি আসন দেওয়ার দাবি জানমানো হয়েছে। প্রথমে অখিলেশ যাদব কংগ্রেসকে ১১টি আসন ছেড়ে দিতে রাজি হলেও পরে খানিকটা নমনীয় হয়ে ১৫টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছেন। যদিও ওই প্রস্তাবে এখনও সম্মতি জানায়নি উত্তরপ্রদেশে সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হওয়া কংগ্রেস। আর তাতেই চটেছেন মুলায়ম পুত্র।

Advertisement
Tags :
Advertisement